প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা অত্যত সংকটজনক। মঙ্গলবার সন্ধ্যার পর থেকে প্রণববাবুর শারীরক অবস্থার আরও অবনতি হয়। তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে বলে জানিয়েছে নয়া দিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতাল। সোমবার রাতেই প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মাথায় অস্ত্রোপচার হয়েছে।
Advertisment
উল্লেখ্য, দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় করোনা আক্রান্ত। সোমবার নিজেই টুইট করে সে কথা জানিয়েছিলেন তিনি।
মঙ্গলবারের বিবৃতিতে আর্মি হসপিটাল রিসার্চ অ্যান্ড রেফারালের তরফে জানানো হয়েছে, '১০ অগাস্ট সংকটজনক অবস্থায় দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে সেনা হাসপাতালে ভর্তি করা হয়। দেখা যায় তাঁর মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছে। অবিলম্বে অস্ত্রেপচারের প্রয়োজন। সেই মত তাঁর অস্ত্রোপচার হয়। এরপরও তিনি সংকটমুক্ত নন। ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে প্রণববাবুকে। তিনি কোভিড-১৯ পজিটিভ।'
সোমবার নিজেই টুইট করে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি জাননিয়েছিলেন যে, 'অন্য একটি কারণে হাসপাতালে যাওয়ার পর আজ আমার কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে। গত সপ্তাহে আমার সংস্পর্শে যাঁরা এসেছিলেন, তাঁদের সেল্ফ আইসোলেশনে থাকতে ও কোভিড-১৯ পরীক্ষার অনুরোধ জানাচ্ছি।'
On a visit to the hospital for a separate procedure, I have tested positive for COVID19 today.
I request the people who came in contact with me in the last week, to please self isolate and get tested for COVID-19. #CitizenMukherjee
রাষ্ট্রপতি ভবনের সরকারি টুইটে জানানো হয়েছে যে, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্য়য়ের কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন। প্রণববাবুর দ্রুত আরোগ্য কামনা করেছেন। হাসপাতালে গিয়ে খোঁজখবর নেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। টুইটে প্রণব মুখোপাধ্যায়ের দ্রুত সুস্থতা কামনা করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।