রাজীব গান্ধী হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি এজি পেরারিভালানের এক মাসের প্যারোল মঞ্জুর করল ভেলোর সেন্ট্রাল জেল। অসুস্থ বাবাকে দেখভাল করার জন্য তাঁকে এক মাসের জন্য মুক্তি দিল ভেলোরের এই সংশোধনাগার।
১৯৯১ সাল থেকে ভেলোরের এই সংশোধনাগারেই থাকতে হয়েছে পেরারিভালান ওরফে আরিভুকে। ভেলোর কেন্দ্রীয় সংশোধনাগারেই যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়ে জীবনযাপন করেছে রাজীব হত্যা মামলার এই সাজাপ্রাপ্ত।
Rajiv Gandhi assassination case convict AG Perarivalan was released on parole for a month from Vellore Central Prison to take care of his ailing father on Tuesday.
Read more: https://t.co/G2wWv2Imsw pic.twitter.com/qg47MnHLKX
— The Indian Express (@IndianExpress) November 12, 2019
উল্লেখ্য, এক সপ্তাহ আগে পেরারিভালান তাঁর ছিয়াত্তর বছর বয়সি বাবা জ্ঞানসেকরণের স্বাস্থ্যের অবনতির অবস্থা উল্লেখ করে ছুটির আবেদন জানান। সেই আবেদনের প্রেক্ষিতেই কারা বিভাগ তামিলনাড়ুর সরকারের যাবজ্জীবন কারাদণ্ড বিধি ১৯৮২ অনুসারে এই আবেদন মঞ্জুর করে। প্রসঙ্গত, ১৯৯১ সালের পর ২০১৭ সালেও বাবার অসুস্থতার কারণে একইভাবে ছুটি পেয়েছিলেন পেরারিভালান।
উল্লেখ্য, তামিলনাড়ুর শ্রীপেরুম্বুদুরে এক নির্বাচনী জনসভায় যোগ দিতে গিয়ে ১৯৯১ সালের ২১ মে এলটিটিইর আত্মঘাতী জঙ্গির হাতে নিহত হন তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী।
Read the full story in English