Advertisment

'সোমবারই কৃষি আইন প্রত্যাহার বিল পেশ, বাড়ি ফিরে যান', কৃষকদের আবেদন তোমারের

আন্দোলনের চাপে পিছু হটেছে কেন্দ্র। প্রধানমন্ত্রী নিজে দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহেরর ঘোষণা করেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Agri Minister tomar tells farmers to go home says Bill to repeal laws will be tabled Monday

কৃষকদের কাছে আবেদন কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর। ফাইল ছবি

আন্দোলনের চাপে পিছু হটেছে কেন্দ্র। প্রধানমন্ত্রী নিজে দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহেরর ঘোষণা করেছেন। যা অনুমোদনও পেয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভায়। তাসত্ত্বেও দিল্লি সীমানায় অবস্থান বিক্ষোভে বসে রয়েছেন আন্দোলনকারী কৃষকরা। তাঁদের দাবি, সংসদের উভয় কক্ষে তিন কৃষি আইন প্রত্যাহার না হওয়া পর্যন্ত বিক্ষোভস্থল ছেড়ে যাবেন না। এই প্রেক্ষাপটে শনিবার কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার আন্দোলনকারী কৃষকদের দিল্লি সীমানা ছেড়ে বাড়ি ফিরে যাওয়ার আবেদন করেছেন। তাঁর আশ্বাস, শীতকালীন অধিবেশনের শুরুতেই অর্থাৎ সংসদে আগামী সোমবার কৃষি আইন প্রত্যাহার বিল পেশ করা হবে। সুতরাং কৃষকদের অবস্থান বিক্ষোভ চালিয়ে যাওয়ার কোনও কারণ নেই।

Advertisment

সংবাদ সংস্থা এএনআইকে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী এক বিবৃতিতে জানিয়েছেন, 'কৃষি আইন বাতিলের ঘোষণার পরও এভাবে কৃষকদের বসে থাকার কোনও কারণ নেই। আমার আন্দোলনকারীদের কাছে আবেদন, এবার ধর্না অবস্থান তুলে নিয়ে বাড়ি ফিরে যান।'

নূন্যতম সহায়ক মূল্য বৃদ্ধি নিয়ে কৃষকদের দাবি রয়েছে। যা খতিয়ে দেখতে কেন্দ্র একটি কমিটি গড়ে দিয়েছে বলেও জানান তোমার। এছাড়া, দিল্লি সীমানায় ও হরিয়ানা, উত্তরপ্রদেশে আন্দোলনের সময় বহু আন্দোলনকারীর বিরুদ্ধে পুলিশ মামলা রুজু করেছে। সেগুলি কীভাবে মিটিয়ে নেওয়া যায় তা নিয়েও আলোচনা হবে বলে আশ্বাস্ত করেছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী।

নরেন্দ্র সিং তোমার বলেছেন, 'বিক্ষোভের সময় বিভিন্ন রাজ্য সরকার আন্দোলনকারী কৃষকদের বিরুদ্ধে মামলা দিয়েছে। ফলে মামলা প্রত্যাহারের বিষয়টিও তাদের আওতাধীন। ফলে পুরোটাই তারা বিবেচনা করবে।'

Read in English

ইন্ডিয়ানএক্সপ্রেসবাংলাএখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Farm Law Narendra Singh Tomar Farmers Protest
Advertisment