অগুস্তা ওয়েস্টল্যান্ড মামলায় মিচেলের জেল হেফাজত

সম্প্রতি দুবাই থেকে প্রত্যর্পণ করা হয় মিচেলকে। গত ২২ ডিসেম্বর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাঁকে গ্রেফতার করে। মিশেলের ফার্মকে ঘুষ হিসেবে ওয়েস্টল্যান্ড গ্রুপ ৪২.৭ মিলিয়ন ইউরো দিয়েছে বলে অভিযোগ।

সম্প্রতি দুবাই থেকে প্রত্যর্পণ করা হয় মিচেলকে। গত ২২ ডিসেম্বর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাঁকে গ্রেফতার করে। মিশেলের ফার্মকে ঘুষ হিসেবে ওয়েস্টল্যান্ড গ্রুপ ৪২.৭ মিলিয়ন ইউরো দিয়েছে বলে অভিযোগ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

গত ২২ অগাস্ট মিচেলকে গ্রেফতার করে সিবিআই (ফোটো- প্রবীণ খান্না)

অগুস্তা ওয়েস্টল্যান্ড ভিভিআইপি চপার মামলায় মধ্যস্থতাকারী ক্রিশ্চিয়ান মিচেলকে জেল হেফাজতে পাঠাল দিল্লির এক আদালত। শনিবার দিল্লির এক আদালত এই রায় দিয়েছে।

Advertisment

শনিবার মিচেলকে বিশেষ বিচারক অরবিন্দ কুমারে সামনে পেশ করা হয়। আর্থিক দুর্নীতি মামলায় তদন্তের জন্য ইডি তাঁর বিচারবিভাগীয় হেফাজতের আবেদন করেছিল।

আরও পড়ুন, রাফাল নিয়ে ফের রাহুলের তোপের সামনে মোদী

সম্প্রতি দুবাই থেকে প্রত্যর্পণ করা হয় মিচেলকে। গত ২২ ডিসেম্বর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাঁকে গ্রেফতার করে। আর্থিক নয়ছয়ে অভিযুক্ত ক্রিশ্চিয়ান মিচেলকে দিল্লির একটি আদালত তাঁকে সাত দিনের ইডি হেফাজতে পাঠায়।

Advertisment

এর আগে এই সংক্রান্ত সিবিআই মামলায় তিহার জেলে রাখা হয়েছিল মিচেলকে।

অগুস্তা ওয়েস্টল্যান্ড চুক্তিতে ওই সংস্থার সঙ্গে ঘুষের লেনদেন করেছিলেন বলে অভিযোগ উঠেছে মিশেলের বিরুদ্ধে। মিশেলের ফার্মকে ঘুষ হিসেবে ওয়েস্টল্যান্ড গ্রুপ ৪২.৭ মিলিয়ন ইউরো দিয়েছে বলে অভিযোগ।অগুস্তা চুক্তি সইয়ের আগে ও পরে ভারত ও অগুস্তা ওয়েস্টল্যান্ডের মধ্যে মিশেলের যাতায়াত ছিল বলে খবর।