Advertisment

করোনার ধাক্কায় ভোটের নিয়মে বদল, নির্দেশিকা প্রকাশ কমিশনের

করোনার মধ্য়েও কীভাবে নির্বাচন সম্পন্ন করা হবে, তা নিয়ে একগুচ্ছ নির্দেশিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।

author-image
IE Bangla Web Desk
New Update
evm

প্রতীকী ছবি।

করোনা আবহে 'নিউ নর্মাল'-এর মোডে জনজীবন। এর ছাপ পড়ল এবার নির্বাচনেও। করোনার মধ্য়েও কীভাবে নির্বাচন সম্পন্ন করা হবে, তা নিয়ে একগুচ্ছ নির্দেশিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। সমস্ত রাজনৈতিক দল, সব রাজ্য়ের মুখ্য় নির্বাচনী আধিকারিকদের পরামর্শ ও প্রস্তাব জানার পরই শুক্রবার এ নিয়ে নির্দেশিকা প্রকাশ করল কমিশন।

Advertisment

একনজরে জেনে নিন করোনা আবহে কমিশনের নির্বাচনী গাইডলাইন...

*মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রার্থীর সঙ্গে থাকতে পারবেন মাত্র ২ জন।

*ভোটের দিন যদি কোনও ভোটারের শরীরে ভাইরাসের উপসর্গ মেলে, তাহলে তাঁকে একটি টোকেন দেওয়া হবে এবং শেষ ঘণ্টার ভোটে তাঁকে ডাকা হবে।

*রেজিস্টারে সই করার সময় ও ইভিএমে বোতাম টেপার সময় ভোটারদের হ্য়ান্ড গ্লাভস দেওয়া হবে।

*একটা পোলিং স্টেশনে সর্বাধিক হাজার ভোটার ভোট দিতে পারবেন। আগে এই সংখ্য়াটা ছিল ১৫০০।

আরও পড়ুন: মহামারীর আবহে বিহারের ভোট পিছনো উচিত, দাবি যশবন্তের

*সব ভোটারদের মাস্ক পরতে হবে। তবে ভোট দেওয়ার সময় হাল্কা মাস্ক সরাতে হবে যাতে তাঁদের চিহ্নিত করা যায়।

* কোয়ারেন্টিনে থাকা কোভিড রোগীরাও ভোট দিতে পারবেন। তাঁরা শেষ ঘণ্টায় ভোট দেবেন। স্বাস্থ্য় আধিকারিকের তত্ত্বাবধানে সব নিয়মবিধি মেনে তাঁরা ভোট দেবেন।

*বাড়ি বাড়়ি প্রচার করতে পারবে ৫ জনের একটা দল। ভার্চুয়াল সভা বা ডিজিটাল মাধ্য়মে প্রচারের কথা উল্লেখ নেই নির্দেশিকায়।

উল্লেখ্য়, করোনা পরিস্থিতিতে কীভাবে বিহারে নির্বাচন হবে, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। কমিশনের এদিনের নির্দেশিকার পর সেই সংশয় কাটবে বলেই আশা প্রকাশ করেছে রাজনৈতক মহলের একাংশ। বিহার বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৯ নভেম্বর। অক্টোবর বা নভেম্বর মাসেই ভোট হতে পারে বিহারে। করোনা পরিস্থিতি ও বৃষ্টির জেরে বেশ কয়েকটি উপনির্বাচন স্থগিত হয়ে গিয়েছে। এখনও সেইসব ভোটের সূচি ঘোষণা করা হয়নি।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

election commission coronavirus
Advertisment