Advertisment

বিরাট চমক আপের! কে হবেন গুজরাটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী, বেছে নেবেন আম-আদমিই

আপ আসন্ন নির্বাচনে জনগণের কাছ থেকে পরামর্শ চাইবে কে হবেন গুজরাটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী।

author-image
IE Bangla Web Desk
New Update
kejriwal

বিজেপিকে দুষে কেজরিওয়াল বলেন,"দিল্লি জুড়ে আবর্জনার পাহাড় দূর করবেন এবং দিল্লির প্রতিটি রাস্তা হবে আবর্জনামুক্ত" ।

আসন্ন গুজরাট বিধানসভা নির্বাচনের আগেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা নিয়ে বড় চমক আপের। আসন্ন নির্বাচনকে পাখির চোখ করেছে আপ। দলের তরফে একাধিক সিনিয়র নেতারা গুজরাট সফরে গিয়ে কেন্দ্রের ও রাজ্য সরকারের তুলোধোনা করেছেন।  তবে আসন্ন এই নির্বাচনে কে হতে চলেছেন আপের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তা এখনও স্পস্ট নয়।

Advertisment

তবে দলের তরফে মুখ্যমন্ত্রী নির্বাচনের দায়িত্ব গুজরাটের আম আদমির ওপরের ছাড়লেন দলের আহ্বায়ক তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি এদিন ঘোষণা করেছেন আপ আসন্ন নির্বাচনে জনগণের কাছ থেকে পরামর্শ চাইবে কে হবেন গুজরাটের মুখ্যমন্ত্রী। 

দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল গুজরাট নির্বাচনের আগে আম আদমি পার্টির তরফে 'আপনার মুখ্যমন্ত্রী বেছে নিন' প্রচারাভিযান শুরু করেছেন। এই সময় মুখ্যমন্ত্রী কেজরিওয়াল জনসাধারণের কাছে আবেদন জানিয়েছেন, গুজরাটের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে আপনার মতামত দিন।

আরও পড়ুন : < বিরাট ধাক্কা শিন্ডে সরকারের! তিনমাসেই হাতছাড়া চারটি বড় বিনিয়োগ, ১.৮০ লক্ষ কোটি হাতছাড়া >

সুরাটে এক সাংবাদিক সম্মেলনে অরবিন্দ কেজরিওয়াল বলেন, "আমরা চাই গুজরাটের মানুষ আমাদের বলুক কে হবেন পরবর্তী মুখ্যমন্ত্রী। আমরা একটি নম্বর এবং একটি ইমেল আইডি ইস্যু করছি। এ বিষয়ে আপনি আপনার মতামত পাঠাতে পারেন ৩রা নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত। আমরা ৪ নভেম্বর ফলাফল ঘোষণা করব।

মিশন গুজরাট ২০২২-এর টুইটার পেজে আম আদমি পার্টি এক ট্যুইট বার্তায় লিখেছে, “আপনার মুখ্যমন্ত্রী, আপনার পছন্দ! 2022 সালে, যখন বিধানসভা নির্বাচনে আপ সরকার- গঠন করতে চলেছে, তখন গুজরাটের মানুষ তাদের পছন্দের নেতাকে মুখ্যমন্ত্রী পদে বেছে নেবেন। আপনার মতামত প্রকাশ করতে হোয়াটসঅ্যাপ, ভয়েস মেসেজ এবং ৬৩৫৭ ০০০ ৩৬০ নম্বরে এসএমএস করুন বা aapnocm@gmail.com এ ইমেলের মাধ্যমে আপনার মতামত জানান”।

সম্মেলনের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বলেন,  ‘আপ মানে পরিবর্তন, কংগ্রেস মানে বিনিময়। গুজরাটে কংগ্রেসের ২০ জনেরও বেশি বিধায়ক বিজেপিতে যোগ দিয়েছেন’।

AAP gujrat Election Kejriwal
Advertisment