Advertisment

Independence Day: স্বাধীনতা দিবসের আগে চূড়ান্ত সতকর্তা, বাংলাদেশ কাণ্ডে বাড়তি চ্যালেঞ্জ

এবিষয়ে এক সিনিয়র আধিকারিক জানিয়েছেন, বাংলাদেশে সাম্প্রতিক আন্দোলনের প্রেক্ষিতে স্বাধীনতা দিবসের আগে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। "কিছু উগ্র মৌলবাদী গোষ্ঠী" ভারতেও সক্রিয় রয়েছে, বাংলাদেশের মতো, সেই সব দিক বিশেষ নজরে রাখা হচ্ছে। সেই সঙ্গে পাক মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী জইশ- এর কর্মকান্ডের উপর বিশেষ ভাবে নজর রাখা হচ্ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Independence Day, Jaish-e-Mohammed, Bangladesh crisis, Independence Day celebrations, JeM activities before I-Day, law-enforcement agencies, delhi police, Independence Day celebrations at Red Fort, Ministry of Home Affairs, MHA direction to Delhi Police, Indian express news"

আগামীকাল স্বাধীনতা দিবস। তার আগে চূড়ান্ত তৎপরতা দিল্লিতে। পাশাপাশি দেশের সব বড় শহরে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

Independence Day: আগামীকাল স্বাধীনতা দিবস। তার আগে চূড়ান্ত তৎপরতা দিল্লিতে। পাশাপাশি দেশের সব বড় শহরে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

Advertisment

বাংলাদেশের চলমান বিক্ষোভ আন্দোলনের আঁচ যাতে কোনভাবেই ভারতে না পড়ে সেই নিয়ে সতর্ক ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক। লাল কেল্লায় আগামীকাল অনুষ্ঠিত হতে যাওয়া স্বাধীনতা দিবসের আগে মন্ত্রকের তরফে দিল্লি পুলিশকে বিশেষ সতর্ক করা হয়েছে। পাশাপাশি প্রশাসনকে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পরামর্শ দেওয়া হয়েছে। এই বিষয়ে গত ৭ অগাষ্ট এক বিশেষ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে এনআইএ, হরিয়ানা, পাঞ্জাব, উত্তরপ্রদেশ,বিহার , রাজস্থান জম্মু কাশ্মীরের সিনিয়র আধিকারিকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন - < RG Kar Case: ‘আরজি কর কাণ্ডে চক্রান্ত করে ছেলের নাম জড়াচ্ছে’, তৃণমূল বিধায়কের নিশানায় দলেরই একাংশ >

এবিষয়ে এক সিনিয়র আধিকারিক জানিয়েছেন, বাংলাদেশে সাম্প্রতিক আন্দোলনের প্রেক্ষিতে স্বাধীনতা দিবসের আগে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। "কিছু উগ্র মৌলবাদী গোষ্ঠী" ভারতেও সক্রিয় রয়েছে, বাংলাদেশের মতো, সেই সব দিক বিশেষ নজরে রাখা হচ্ছে। সেই সঙ্গে পাক মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী জইশ- এর কর্মকান্ডের উপর বিশেষ ভাবে নজর রাখা হচ্ছে।

Independence Day
Advertisment