সোমবার ৩৭০ ধারা নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের আগে উপত্যকায় কঠোর নিরাপত্তা বলবৎ করল জম্মু ও কাশ্মীর প্রশাসন। নিরাপত্তার কড়াকড়ির অংশ হিসেবে সোশ্যাল মিডিয়াতেও চলবে নজরদারি। এই ব্যাপারে প্রশাসনের তরফে জানানো হয়েছে, 'গুজব' বা 'হিংসা' সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়ানোর চেষ্টা হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। কেউ এই ধরনের বিষয় অপরের থেকে পেলেও তা পুলিশকে জানাতে বলা হয়েছে।
না-হলে, যাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই ধরনের বিষয়বস্তু পাওয়া যাবে, তাঁর বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে প্রশাসন। সোশ্যাল মিডিয়ায় কড়া নজরদারি চালাতে পুলিশ ইতিমধ্যেই বিশেষ ব্যবস্থাও নিয়েছে বলে জানিয়েছে। পাশাপাশি তৈরি করা হয়েছে বেশ কিছু চেক পয়েন্ট। যেখানে যানবাহন থামিয়ে পরীক্ষা করবেন রক্ষীরা। পাশাপাশি চলবে যাত্রীদের চেকিংও।
শুক্রবার সন্ধ্যায় উপত্যকার আইন ও শৃঙ্খলা বিভাগের অতিরিক্ত মহাপরিচালক (এডিজিপি) বিজয় কুমার এক বিশেষ নিরাপত্তা পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন। সেখানে তিনি শীর্ষ পুলিশ এবং গোয়েন্দা কর্তাদের থেকে তথ্য দেন। তাঁদেরকেও তথ্য সরবরাহ করেন। পাশাপাশি, অপ্রীতিকর কোনও ঘটনা ঘটানোর চেষ্টা হলে যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়, তারও নির্দেশ দেন। এই ব্যাপারে একটি সরকারি বিবৃতিতে বলা হয়েছে, 'সব জেলা প্রধানদের পরিস্থিতির ওপর নজর রাখতে বলা হয়েছে। যারা ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য ছড়াচ্ছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হিংসা ছড়ানোর চেষ্টা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।'
আরও পড়ুন- বিধানসভা ভোটধাক্কা সামলে ফের জোট বৈঠকে কংগ্রেস, ‘ইন্ডিয়া’ শরিকদের জানানো হল তারিখ
এই বৈঠকের একদিন পর পুলিশি পদক্ষেপের অংশ হিসেবে উপত্যকার পাঁচ জন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। পুলিশ অবশ্য জানায়নি, এই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা কী ধরনের বিষয়বস্ত শেয়ার করেছিল বা ছড়িয়েছিল। তবে, পুলিশ সূত্রে জানা গিয়েছে যে পাঁচ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, তাদের মধ্যে দু'জন বুদগাম এবং আরও দু'জন গান্ডারবাল জেলার বাসিন্দা। পঞ্চম জন বারামুল্লায় থাকে।'