গুজরাটের আহমেদাবাদে ইসকন সেতুতে ভয়াবহ দুর্ঘটনা। মৃত্যু হয়েছে ৯জনের। জন আহত প্রায় ডজনখানেক মানুষ। জানা গিয়েছে মধ্যরাতে ইসকন সেতুতে একটি গাড়ি এবং একটি ডাম্পারের মধ্যে সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর ব্রিজে ভিড় জমে যায়। এইসময় একটি দ্রুতগতিতে আসা বিলাসবহুল গাড়ি সেখানে উপস্থিত জনতাকে দ্রুত গতিতে ধাক্কা দেয়।
দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন পুলিশ কনস্টেবল এবং হোম গার্ডও রয়েছে বলে জানা গিয়েছে।
গুজরাট পুলিশ জানিয়েছে, বুধবার-বৃহস্পতিবার মধ্য রাতে ইসকন ফ্লাইওভারে একটি মাহিন্দ্রা থার পেছন থেকে একটি ডাম্পারকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর সেখানে ভিড় জমে যায়। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছিল, ঠিক সেই সময়ে সেখানে একটি দ্রুতগতির গাড়ি পাশ দিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি দাঁড়িয়ে থাকা মানুষজনকে ধাক্কা দেয়।
দুর্ঘটনায় গাড়ির চালকও আহত হয়েছেন, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জোড়া দুর্ঘটনার পর বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। দুর্ঘটনার পুরো ইসকন ব্রিজ বন্ধ হয়ে যায়।সোলা সিভিল হাসপাতালের মেডিকেল অফিসার, কৃপা প্যাটেল সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন যে ১২ জনকে হাসপাতালে আনা হয়েছিল, যার মধ্যে ৯ জনের মৃত্যু হয়েছে।
ঘটনায় মৃত্যু হয়েছে অক্ষর প্যাটেল যিনি এমবিএ পড়ুয়া। সেই সঙ্গে তার আরও ২ বন্ধু ক্রুনাল এবং রৌনকও নিহত হয়েছেন। জানা গিয়েছে সকলেই চা খেতে গভীর রাতে বেরিয়েছিলেন। ঠিক সেই সময় বছর ১৯-এর তাথ্য প্যাটেলের বিলাসবহুল গাড়ির চাকায় পিষ্ট হয়ে নিহত হন সকলেই। রৌনিক আহমেদাবাদের একটি বেসরকারি কলেজে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ছিলেন। ক্রুনাল মাত্র ২ মাস আগে ভাসনার একটি বেসরকারি স্কুলে শিক্ষক হিসাবে যোগদান করেছিলেন, এভাবে সন্তানদের হারিয়ে শোকে পাথর পরিবার।