Advertisment

ভয়ঙ্কর রূপে ডেল্টা! ভারতবাসীকে বাঁচাতে ‘বুস্টার ডোজ’-এর পক্ষে সওয়াল এইমস কর্তার

Covid Delta Variant: স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, ভারতেই প্রথম ডেল্টা প্রজাতির হদিশ মিলেছিল। এখন তা গোটা বিশ্বে ছড়িয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Tripura Delta Plus

সংক্রমণ রুখতে ত্রিুপুরার ১৩ পুর-এলাকায় সপ্তাহান্ত কার্ফু লাগু করা হয়েছে।

Covid Delta Variant: ভারত-সহ বিশ্বের একাধিক দেশে চোখ রাঙাচ্ছে করোনার ডেল্টা প্রজাতি। গবেষকদের দাবি, ‘দেশে তৃতীয় ঢেউ আনতে ডেল্টার প্রকোপ যথেষ্ট।‘ এই আবহে ডেল্টার প্রকোপ থেকে দেশবাসীকে বাঁচাতে বুস্টার ডোজ বা তৃতীয় টিকা দেওয়ার পরামর্শ দিলেন এইমস প্রধান। সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানান এইমস ডিরেক্টর রণদীপ গুলেরিয়া।

Advertisment

স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, ভারতেই প্রথম ডেল্টা প্রজাতির হদিশ মিলেছিল। এখন তা গোটা বিশ্বে ছড়িয়েছে। সম্প্রতি হু জানিয়েছে, গোটা বিশ্বের প্রায় ১০০টি দেশে ডেল্টার হানায় সংক্রমিত হয়েছেন মানুষ। ফ্রান্স-ইতালিজুড়ে করোনার চতুর্থ ঢেউয়ের চোখ রাঙানি। সাম্প্রতিক মার্কিন রিপোর্ট বলছে, সেদেশে যাঁরা  নতুন করে করোনা সংক্রমিত,  তাঁদের প্রায় ৮৩%-এর দেহে ডেল্টার উপস্থিতি।

এদেশের বিশেষজ্ঞরা দাবি করেছেন, কোভিডের তৃতীয় ঢেউ ছড়াতে ডেল্টাই যথেষ্ট। সেই প্রসঙ্গেই এইমস কর্তা বলেন, ‘করোনার যে  নতুন রূপের হদিশ মিলছে, তার থেকে বাঁচতে বুস্টার টিকা নিতে হতে পারে।’ তবে দেশের ১০০% টিকাকরণ সম্পন্ন হলে,  সে বিষয়ে ভাবনা চিন্তা সম্ভব। এমনটাই জানান এইমস কর্তা।  তাঁর বক্তব্য, ‘দ্বিতীয় ধাপে যেসব টিকা বাজারে আসবে, সেগুলিকেই বুস্টার টিকা হিসেবে ব্যবহার করা যেতে পারে। সেই সব টিকার রোগ প্রতিরোধ ক্ষমতা প্রথম ধাপের টিকার তুলনায় স্বাভাবিক ভাবেই বেশি হবে।‘

এদিকে গুলেরিয়া এদিন দাবি করেন, সেপ্টেম্বর থেকেই শিশুদের করোনা টিকাকরণ শুরু হতে পারে। সেই লক্ষেই চলছে হিউম্যান ট্রায়ালের কাজ। যদিও এই দাবির স্বপক্ষে স্বাস্থ্য মন্ত্রকের কোনও বিবৃতি এখনও মেলেনি। অপরদিকে, কোভিডে বিপর্যস্ত মানবজীবন। ভগবান বুদ্ধের দেখানো পথেই এই কঠিন সময় থেকে মুক্তি সম্ভব। মনে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার গুরু পূর্ণিমা উপলক্ষে এক অনুষ্ঠানে মোদী এদিন বলেন, ‘করোনা পরিস্থিতিতে ভগবান বুদ্ধের দেখানো পথ আরও প্রাসঙ্গিক হয়ে উঠছে।’

ভগবান বুদ্ধের বাণী তুলে ধরে প্রধানমন্ত্রী মোদীর বার্তা, ‘করোনায় মানবতা সংকটে। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে ভগবান বুদ্ধের অবদান অনেকটা। ভারত দেখিয়ে দিয়েছে তাঁর পথে হেঁটে অনেক কঠিন পরিস্থিতির মোকাবিলা করা সম্ভব। দেশগুলি একে অপরের সাহায্যে এগিয়ে আসছে, একে অপরের শক্তি হচ্ছে উঠছে।’ এখানেই শেষ নয়, প্রধানমন্ত্রী আরও বলেন, ‘ভগবান বুদ্ধ আমাদের জীবনের দুঃখ এবং তার কারণের কথা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, প্রত্যেকে দুঃখ জয় করতে পারে। তিনি আমাদের অষ্টমন্ত্র দিয়েছিলেন।’

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Third Wave AIIMS Booster Dose Delta Variant COVID-19 Corona India
Advertisment