Advertisment

Ayodhya Ram Mandir Inauguration: 'রাম রাজ্যে রোগীদের জীবন বিপন্ন', AIIMS সহ ছুটি একাধিক হাসপাতাল, প্রশ্নের মুখে মোদী

হাসপাতালের পরিষেবা বন্ধ নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলের নেতারা। এতে রোগীরা প্রবল সমস্যার মুখে পড়বে বলে দাবি বিরোধীদের।

author-image
IE Bangla Web Desk
New Update
Ayodhya,RAM MANDIR,Ram temple, AIIMS Delhi, Safdarjung Hospital, Ram Manohar Hospital, Lady Harding Medical College, Opposition on AIIMS Delhi, Opposition Leaders on Hospitals Leave

হাসপাতালের পরিষেবা বন্ধ নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলের নেতারা। এতে রোগীরা প্রবল সমস্যার মুখে পড়বে বলে দাবি বিরোধীদের।

রামমন্দির প্রাণ প্রতিষ্ঠা: অযোধ্যায় রামমন্দিরের প্রাণ প্রতিষ্ঠার যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। অনেক রাজ্যে ২২ জানুয়ারি ছুটি ঘোষণা করা হয়েছে, যাতে মানুষ এই ঐতিহাসিক অনুষ্ঠানের সাক্ষী থাকতে পারেন।

Advertisment

কেন্দ্রীয় সরকার পরিচালিত চারটি হাসপাতাল সিদ্ধান্ত নিয়েছে যে তারা ২২ জানুয়ারি, রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষ্যে দুপুর ২:৩০ টে পর্যন্ত হাসপাতালের পরিষেবা বন্ধ রাখবে। দিল্লির AIIMS, সফদরজং হাসপাতাল, রাম মনোহর লোহিয়া এবং লেডি হার্ডিঞ্জ হাসপাতালে ওপিডি পরিষেবা দুপুর ২:৩০টের পর শুরু হবে। হাসপাতালের পরিষেবা বন্ধ নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলের নেতারা। এতে রোগীরা প্রবল সমস্যার মুখে পড়বে বলে দাবি বিরোধীদের।

AIIMS দিল্লির জারি করা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'হাসপাতালের সমস্ত কর্মচারীদের জানানো হচ্ছে যে আগামী ২২ জানুয়ারি দুপুর আড়াইটে পর্যন্ত 'ইনস্টিটিউট' বন্ধ থাকবে। রাম মনোহর লোহিয়া হাসপাতালের তরফেও একই ধরনের নোটিস জারি করা হয়েছে। পাশাপাশি সফদরজং হাসপাতাল এবং লেডি হার্ডিঞ্জেও এই ধরনের নোটিস জারি করা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। তবে হাসপাতালের তরফে জানানো হয়েছে এই সময়ে জরুরি পরিষেবা চালু থাকবে।

নোটিসের বিষয়ে শিবসেনা (ইউবিটি) সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী বলেছেন, যেকোন মেডিকেল ইমার্জেন্সিতে দুপুর আড়াইটের পর হাসপাতালে যান। AIIMS দিল্লি ভগবান রামকে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি তিনি বলেন , 'আমি অবাক হয়েছি যে ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষ্যে স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হচ্ছে। হে রাম হে রাম!'

তৃণমূল কংগ্রেস (টিএমসি) রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে দাবি করেছেন, স্রেফ একটা অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতে এইমসের গেটের বাইরে ঠান্ডায় ঘুমাচ্ছেন রোগী ও পরিবার । তিনি বলেন, 'ভারতের সবচেয়ে বড় সরকারি হাসপাতাল AIIMS সোমবার দুপুর আড়াইটা পর্যন্ত বন্ধ থাকবে। লোকেরা দিল্লি AIIMS-এর বাইরে গেটে ঘুমাচ্ছে, যাতে তারা দ্রুত অ্যাপয়েন্টমেন্ট পেতে পারে। সেখানে রাম মন্দির উদ্বোধনের জন্য সবচেয়ে বড় সরকারি হাসপাতাল বন্ধ থাকবে এটা হতাশাজনক'।

আরও পড়ুন: < Ram Mandir consecration: ‘যজমানের’ ভূমিকায় ১৫ অনগ্রসর শ্রেণির দম্পতি, ঐক্যের লক্ষ্যে সম্প্রতির বার্তায় বিরাট পদক্ষেপ >

প্রাক্তন কংগ্রেস নেতা এবং রাজ্যসভার সাংসদ কপিল সিববলও হাসপাতালের ওপিডি পরিষেবা বন্ধ করার বিষয়ে প্রশ্ন তুলেছেন। তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ লিখেছেন, 'এইমস ২২ শে জানুয়ারি দুপুর ২.৩০টে পর্যন্ত ওপিডি বন্ধ রেখেছে। রাম রাজ্যে সবই সম্ভব'।

কংগ্রেস নেত্রী অলকা লাম্বাও এই সিদ্ধান্তের সমালোচনা করে টুইট করেছেন। তিনি লিখেছেন, জীবন-মৃত্যুর মধ্যে রয়েছেন তাদের জীবন সংকটে পড়তে পারে এই সিদ্ধান্তের ফলে। সিদ্ধান্তটি অমানবিক। এমনকী ভগবান রামও এই ধরণের সিদ্ধান্ত মেনে নেবেন না। সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে, নিন্দনীয়।

রাম লালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষ্যে, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, গোয়া, ছত্তিশগড় রাজ্য সরকার ছুটি ঘোষণা করেছে। সাতটি রাজ্য উত্তরপ্রদেশ, রাজস্থান, আসাম, ছত্তিশগড়, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ এবং হরিয়ানায়, ২২ জানুয়ারি মদ বিক্রি হবে না এবং ড্রাই ডে হিসাবে পালন করা হবে।

Ram Temple AIIMS
Advertisment