Advertisment

সুস্থ হলেই ককপিটে ফিরবেন অভিনন্দন: বায়ুসেনা প্রধান

‘‘উনি কতটা সুস্থ হয়ে ওঠেন, তার উপর নির্ভর করছে, উনি বিমান চালাবেন কি চালাবেন না। ওঁর চিকিৎসা চলছে। যা দরকার হবে, সেরকমই ওঁর চিকিৎসা চালানো হবে। উনি সুস্থ হলেই ককপিটে বসতে পারবেন।’’

author-image
IE Bangla Web Desk
New Update
abhinandan, অভিনন্দন

বাঁ দিক থেকে দু’নম্বরে অভিনন্দন বর্তমান। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

আবারও ককপিটে বসবেন অভিনন্দন বর্তমান। সোমবার একথাই জানালেন ভারতীয় বায়ুসেনার প্রধান বিএস ধানোয়া। অভিনন্দন সুস্থ হলেই ফের ককপিটে বসতে পারবেন। একথাই জানিয়েছেন বায়ুসেনা প্রধান। এ প্রসঙ্গে ধানোয়া বলেন, ‘‘উনি কতটা সুস্থ হয়ে ওঠেন, তার উপর নির্ভর করছে, উনি বিমান চালাবেন কি চালাবেন না। ওঁর চিকিৎসা চলছে। যা দরকার হবে, সেরকমই ওঁর চিকিৎসা চালানো হবে। উনি সুস্থ হলেই ককপিটে বসতে পারবেন।’’

Advertisment

অন্যদিকে, বালাকোটে এয়ার স্ট্রাইকে প্রাণহানির সংখ্যা নিয়ে বলতে গিয়ে বায়ুসেনা প্রধানের সাফ কথা, ‘‘হতাহতের সংখ্যা গোনা বায়ুসেনার কাজ নয়। সরকার এ ব্যাপারে জানাবে। ক’টা জঙ্গি ঘাঁটি ধ্বংস হয়েছে সেটা আমরা বলতে পারব।’’

আরও পড়ুন, প্রতীক্ষার অবসান, দেশে ফিরলেন উইং কমান্ডার অভিনন্দন

BS Dhanoa, বিএস ধানোয়া

বায়ুসেনা প্রধান বিএস ধানোয়া। ফাইল ছবি, ইন্ডিয়ান এক্সপ্রেস।

উল্লেখ্য, এয়ার স্ট্রাইকে কতজন জঙ্গি মারা গিয়েছে, সে নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। এ প্রসঙ্গে রবিবার গুজরাতে চাঞ্চল্যকর দাবি করেছেন বিজেপি সভাপতি অমিত শাহ। মোদী সেনাপতি বলেছেন, ‘‘উরি হামলার পর সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল। পুলওয়ামা হামলার পর সকলে ভেবেছিলেন হয়তো সার্জিক্যাল স্ট্রাইক হবে না। কিন্তু পুলওয়ামার হামলার ১৩দিনের মাথায় মোদী সরকার এয়ার স্ট্রাইক করল। ২৫০ জনেরও বেশি জঙ্গির মৃত্যু হয়েছে।’’

প্রসঙ্গত, গত বুধবার অভিনন্দন বর্তমানকে হেফাজতে নেয় পাক সেনা। ওইদিন সকালে ভারতের আকাশসীমা লঙ্ঘন করে পাক যুদ্ধবিমান। আকাশপথে পাক হামলা বানচাল করতে আকাশে উড়ে যায় ভারতীয় বায়ুসেনার ২টি মিগ-২১ বিমান। একটি মিগ-২১ বিমানকে সে দেশে নামায় পাকিস্তান। এরপরই পাক সেনার মুখপাত্র দাবি করেন, অভিনন্দন নামে এক ভারতীয় পাইলটকে তাদের হেফাজতে নেওয়া হয়েছে। এরপরই অভিনন্দনকে ফেরাতে তৎপর হয়ে ওঠে নয়া দিল্লি। গত শুক্রবার অভিনন্দনকে মুক্তি দেয় পাকিস্তান। সে রাতে ওয়াঘা সীমান্ত দিয়ে দেশে ফেরেন অভিনন্দন। এরপরই দিল্লির হাসপাতালে চিকিৎসা চলছে ওই উইং কমান্ডারের।

Read the full story in English

indian air force pakistan India national news
Advertisment