আগামী কয়েক দিনেই প্রবল তাপপ্রবাহ শুরু হবে দিল্লিতে। সেই দুর্বিষহ গরম মোকাবিলা করে কীভাবে ধর্না কর্মসূচি এগিয়ে নিয়ো যাওয়া যায় ইতিমধ্যেই তারও পরিকল্পনা করেছেন আন্দোলনকারী কৃষকরা। একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, সোলার পাওয়ারে বাতানুকুল সুসজ্জিত ট্রলি। প্রবল গরমে আন্দোলনকারীদের থাকার জন্য এই ট্রলি ব্যাবহার করা হবে।
কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লি সীমানায় প্রায় তিন মাস ধরে ধর্না কর্মসূচি চালাচ্ছেন কৃষকরা। সরকারের দেড় বছরের জন্য নয়া আইন খারিজের প্রস্তাব আন্দোলনকারীরা নস্যাৎ করেছে। কেন্দ্রকে আগামী অক্টোবর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে তাঁরা। চাপ, পাল্টা চাপের কৌশলে অনড় উভয় পক্ষই। সুতরাং লড়াই যে দীর্ঘকালীন তা আঁচ করেছেন প্রতিবাদী কৃষকরা। তার জেরেই তাঁদের এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
কেমন হবে কৃষকদের জন্য তৈরি বাতানুকুল ট্রলি?
ভাইরাল ভিডিওতে ওই ট্রলির ব্যাখ্যা দিয়েছেন একজন। তাঁর বিবরণ ও ছবি অনুসারে, ট্রলিটিতে স্প্লিট এসি যন্ত্র রয়েছে। একটি ছোট জলের ট্যাঙ্ক ও বেসিনও দেখা যাচ্ছে। প্রতিটি জিনিসই খুব উচ্চমান সম্পন্ন। ব্যাখ্যাকারীর বক্তব্য অনুযায়ী, কানাডা, আমেরিকায় যেসব কার্পেট কেবিনে ব্যাবহার করা হয় তা এই ট্রলিতেও দেখা যাচ্ছে।
ট্রলিতে ইন্টারনেট, সিসিটিভি পরিষেবা রয়েছে। বিদ্যাতে নয়, ট্রলির সবকিছু পরিষেবা মিলবে সোলার পাওয়ারে। ট্রলির ছাদে সোলার পাওয়ার প্যানেল বসানো হয়েছে। সরকার যাতে হেলস্থা করতে না পারে তার জন্যই সোলার পাওয়ার ব্যাবহার করা হয়েছে বলে ব্য়াখ্যাকারীর অনুমান। পাঞ্জাবে এই নতুনত্ব কৃষকদের জন্য সুসজ্জিত, অত্যাধুনিক ট্রলি তৈরি হয়েছে।
অতীতে দেখা গিয়েছে সিঙ্ঘু সীমানায় ধর্নারত কৃষকরা তাদের ট্রাক্টর-ট্রলিগুলোকেই মিনি হোমে পরিণত করেছিল। ট্রাক্টর-ট্রলিগুলোতেই বিছানা, কম্বল, মিউজিক সিস্টেম, রান্না করার সরঞ্জাব সহ নানা জরুরি সামগ্রীর ব্যবস্থা করা হয়েছিল।
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন