Advertisment

কী ভাবে নাম হয়েছিল এয়ার ইন্ডিয়া? টাটাদের দৌলতে সামনে এল সোনালি ইতিহাস

টাটাদের প্রকাশ্যে আনা ইতিহাস রবিবার সামনে আনল এয়ার ইন্ডিয়ার নামকরণের সময়কে।

author-image
IE Bangla Web Desk
New Update
Air India

এয়ার ইন্ডিয়া

এয়ার ইন্ডিয়া। দীর্ঘ সাত দশক ধরে ভারতের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা হিসেবে এয়ার ইন্ডিয়াকে চিনেছে গোটা বিশ্ব। সেই বিমান সংস্থা ফের তাদের প্রথম মালিক সংস্থা টাটা গোষ্ঠীর হাতে চলে গিয়েছে। রবিবার, সাত দশক আগে এয়ার ইন্ডিয়ার ফেলে আসা ইতিহাস প্রকাশ্যে আনল টাটা গোষ্ঠী। ১০ দিন আগেই আনুষ্ঠানিকভাবে এয়ার ইন্ডিয়া ফিরেছে টাটাদের হাতে।

Advertisment

টাটাদের প্রকাশ্যে আনা ইতিহাস রবিবার সামনে আনল এয়ার ইন্ডিয়ার নামকরণের সময়কে। যা জানাচ্ছে, ৭৫ বছর আগে এয়ার ইন্ডিয়ার নামকরণের সময় টাটার কর্মীদের মধ্যে ওপিনিয়ন পোলের আয়োজন করা হয়েছিল। মোট চারটে নাম বাছা হয়েছিল। সেগুলো হল- ইন্ডিয়ান এয়ারলাইন্স, প্যান-ইন্ডিয়ান এয়ারলাইন্স, ট্রান্স-ইন্ডিয়ান এয়ারলাইন্স এবং এয়ার ইন্ডিয়া। তার মধ্যে থেকে এয়ার ইন্ডিয়া নামটি বেছে নিয়েছিলেন টাটা সংস্থার কর্মীরা।

সময়টা ১৯৪৬। ভারতের স্বাধীনতা লাভের ঠিক আগের বছর। টাটা গোষ্ঠীর সংস্থা টাটা সন্সের বিমান সংস্থা টাটা এয়ারলাইন্সের নামকরণের প্রয়োজন পড়েছিল। বম্বে হাউসে এজন্য ওপিনিয়ন পোল-এর আয়োজন করা হয়েছিল। টাটা গোষ্ঠীর কর্মীদের মতামত দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছিল। চারটি নামের মধ্যে এয়ার ইন্ডিয়া পেয়েছিল ৬৪টি ভোট। ৫১টি পেয়েছিল ইন্ডিয়ান এয়ারলাইন্স, ২৮টি ভোট পেয়েছিল ট্রান্স-ইন্ডিয়ান এয়ারলাইন্স আর ১৯টি প্যান ইন্ডিয়ান এয়ারলাইন্স। কম ভোট পাওয়া নামগুলোকে বাদ দিয়ে শেষ গণনায় দেখা যায়, ৭২টি ভোট পেয়েছে এয়ার ইন্ডিয়া। আর, ইন্ডিয়ান এয়ারলাইন্স পেয়েছে ৫৮টি ভোট। তারপরই আত্মপ্রকাশ করে 'এয়ার ইন্ডিয়া' কোম্পানি।

সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত যাবতীয় তথ্য রবিবার প্রকাশ্যে এনেছে টাটা গোষ্ঠী। টাটারা যার হেডলাইন করেছে- 'হু নেমড এয়ার ইন্ডিয়া?' গত ২৭ জানুয়ারি টাটা গোষ্ঠী এয়ার ইন্ডিয়ার সম্পূর্ণ মালিকানা পেয়েছে। মালিকানা পেয়েছে এর সহায়ক এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের। পাশাপাশি, আইস্যাটসের ৫০ শতাংশ শেয়ারেরও মালিকানা টাটাদের হাতে।

আরও পড়ুন রাশিয়ার সঙ্গে বৈঠকের পরই পাকিস্তানকে অগ্রাধিকারের আশ্বাস চিনের

এয়ার ইন্ডিয়া সংস্থা চালাতে সরকারের আর্থিক ক্ষতি হচ্ছিল। নিলামের মাধ্যমে কেন্দ্রীয় সরকার তাই টাটাদের সংস্থা ট্যালেসের হাতে ১৮ হাজার কোটি টাকায় এয়ার ইন্ডিয়াকে বিক্রি করেছে। চুক্তিমতো ট্যালেস সরকারকে নগদ ২,৭০০ কোটি টাকা দিয়েছে। বাকি ১৫,৭০০ কোটি টাকা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে ধার করেছে টাটা গোষ্ঠী। দীর্ঘমেয়াদি সুদে টাটার সংস্থাকে ওই অর্থ ঋণ দিয়েছে স্টেট ব্যাংক। এয়ার ইন্ডিয়ার বাকি ঋণ এআইএএইচআইকে হস্তান্তরিত করেছে কেন্দ্রীয় সরকার।

Air India Tata Sons
Advertisment