Advertisment

Air India: হোটেল রুমেই এয়ার হোস্টেসকে যৌন হেনস্থার চেষ্টা, ভয়ঙ্কর অভিযোগে মুখ খুলল এয়ার ইন্ডিয়া

আরজি কাণ্ডে যখন উত্তাল দেশ ঠিক সেই সময়েই যৌন হেনস্থার অভিযোগ এয়ার ইন্ডিয়ার এয়ার হোস্টেসের। অভিযোগ, তাঁর হোটেলের ঘরে জোর করে ঢুকে পড়েন অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি। তিনি তার ওপর হামলা চালানোর চেষ্টা করেন। বাধা দিলে ওই এয়ার হোস্টেসকে যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ।

author-image
IE Bangla Web Desk
New Update
The airline is pursuing the matter with the local police. (File Photo)

এয়ারলাইন্সটি স্থানীয় পুলিশের সাথে বিষয়টি নিয়ে তদন্ত করছে। (ফাইল ছবি)

Air India Crew Member : আরজি কাণ্ডে যখন উত্তাল দেশ ঠিক সেই সময়েই যৌন হেনস্থার অভিযোগ এয়ার ইন্ডিয়ার এয়ার হোস্টেসের। অভিযোগ, তাঁর হোটেলের ঘরে জোর করে ঢুকে পড়েন অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি। তিনি তার ওপর হামলা চালানোর চেষ্টা করেন। বাধা দিলে ওই এয়ার হোস্টেসকে যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ। লন্ডনের একটি তারকা হোটেলে ঘটে এই হাড়হিম করা ঘটনা। জানা গিয়েছে ওই মহিলা কেবিন ক্রুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে মুম্বইতে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

Advertisment

লন্ডনের একটি হোটেলে এয়ার ইন্ডিয়ার এক মহিলা ক্রু মেম্বারের উপর হামলার খবর পাওয়া গেছে। মহিলা ক্রু লন্ডনের যখন লন্ডনের একটি তারকা হোটেলে অবস্থান করছিলেন, এমন সময় হঠাৎ এক ব্যক্তি তার ঘরে প্রবেশ করে এবং মহিলা প্রচণ্ড মারধর করে বলে অভিযোগ। বাধা দিলে তাকে যৌন নির্যাতনও করা হয়। জানা গিয়েছে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছেন ওই এয়ার হোস্টেস। এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকেও এই ঘটনা নিশ্চিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে লন্ডনের একটি হোটেলে এয়ার ইন্ডিয়ার একজন কেবিন ক্রু মেম্বারকে যৌন হয়রানি করা হয়েছে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে লন্ডনের হিথ্রোতে অবস্থিত রেডিসন রেড হোটেলে, যেখানে এয়ার ইন্ডিয়ার অনেক কর্মী অবস্থান করছিলেন। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং ওই মহিলা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

তথ্য অনুসারে, ঘটনাটি ঘটে যখন এয়ার ইন্ডিয়ার ক্রু সদস্য তার হোটেলে ঘুমাচ্ছিলেন, রাত আনুমানিক দেড়টা নাগাদ এক ব্যক্তি তার রুমে প্রবেশ করে এবং তাকে আক্রমণ করে। তিনি সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন। এয়ার ইন্ডিয়ার ওই মহিলা কেবিন ক্রু এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন।

আরও পড়ুন - < Vandalism at RG Kar: আরজি কর কাণ্ডে গ্রেফতার কাউন্সিলার ঘনিষ্ঠ! দায় এড়াবে কীভাবে তৃণমূল? উঠছে প্রশ্ন >

এয়ার ইন্ডিয়ার মুখপাত্র ঘটনাটি নিশ্চিত করেছেন এবং বলেছেন যে আমরা ক্রুদের সম্ভাব্য সব ধরনের সাহায্য করছি এবং আইনি সহায়তাও নিচ্ছি। তিনি আরও বলেন, ক্রুদের গোপনীয়তা জনসমক্ষে প্রকাশ করা উচিত নয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এয়ার ইন্ডিয়ার কর্মীকে মুম্বইতে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে।

Air India
Advertisment