Advertisment

বিরাট দুর্ভোগ! শেষ মুহূর্তে বাতিল দিল্লিগামী Air India-র বিমান, শিকাগোতে আটকে শ’তিনেক যাত্রী

গত দুদিনে প্রযুক্তিগত ত্রুটির কারণে এয়ার ইন্ডিয়ার অন্তত তিনটি আন্তর্জাতিক বিমান বাতিল হয়েছে বলেই জানা গিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Air India,Air India chicago delhi flight,air india flight" /

সিডনি থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানে ধুন্ধুমার কান্ড।

শিকাগো বিমানবন্দরে আটকা পড়েছেন ৩০০ যাত্রী, শিকাগো-নয়াদিল্লি বিমান বাতিলের কারণে চরম হেনস্থার শিকার শ’তিনেক যাত্রী। যদিও যাত্রীদের এমন অসুবিধার জন্য সংস্থার তরফে দুঃখ প্রকাশ করা হয়েছে।

Advertisment

শিকাগো থেকে নয়াদিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমান বাতিলের কারণে মঙ্গলবার প্রায় ৩০০ যাত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো বিমানবন্দরে আটরে পড়েছেন। যাত্রীদের অভিযোগ যে তারা কবে তারা দিল্লির বিমানে উঠতে পারবেন সে সম্পর্কে এখনও তাঁদের কাছে কোনও তথ্য নেই। সংস্থার তরফেও এব্যাপারে কিছু জানানো হয়নি।

সংবাদ সংস্থা পিটিআই- সূত্রে খবর, ফ্লাইটটি মঙ্গলবার স্থানীয় সময় দুপুর দেড়টায় শিকাগোর ও'হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরুর কথা থাকলেও শেষ মুহূর্তে বাতিল হয়ে যায় এয়ার ইন্ডিয়ার বিমান। এবিষয়ে এয়ার ইন্ডিয়ার একজন মুখপাত্র একটি বিবৃতিতে বলেছেন, "যাত্রীদের অসুবিধার জন্য আমরা দুঃখিত। তাদের বিকল্প বিমানে গন্তব্যে পাঠানোর জন্য সকল প্রচেষ্টা চালানো হচ্ছে’।

গত দুদিনে প্রযুক্তিগত ত্রুটির কারণে এয়ার ইন্ডিয়ার অন্তত তিনটি আন্তর্জাতিক বিমান বাতিল হয়েছে বলেই জানা গিয়েছে। বিমান বাতিলের কারণে মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো বিমানবন্দরে ৩০০ জনেরও বেশি যাত্রী আটটে পড়েছেন। সূত্রের খবর, বিমানে প্রযুক্তিগত ত্রুটির কারণে মঙ্গলবার বিমানটি বাতিল করা হয়েছে।

অন্যদিকে প্যারিস থেকে দিল্লিগামী আরও একটি বিমান বাতিল করতে হয় বলেই জানা গিয়েছে। এই বিষয়ে তথ্যের জন্য যোগাযোগ করা হলে, এয়ার ইন্ডিয়ার একজন মুখপাত্র বলেছেন যে ১৪ মার্চ, 'প্রযুক্তিগত ত্রুটির কারণে ফ্লাইট নম্বর AI126 বাতিল করতে হয়েছিল'।

Air India
Advertisment