১২ ঘন্টার মধ্যে ৭০ টিরও বেশি বিমান বাতিল, কর্মী সংকটে জেরবার এয়ার ইন্ডিয়া। সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে কর্মী সংকটের জেরে গত ১২ ঘন্টায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ৭০টিরও বেশি বিমান বাতিল করা হয়েছে।
মঙ্গলবার রাত থেকে আজ সকাল পর্যন্ত এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ৭০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। সংবাদ সংস্থা এএনআই এ তথ্য জানিয়েছে। জানা গিয়েছে একই সঙ্গে প্রায় শ'তিনেক কর্মী ছুটি নেওয়ার কারণেই চরম বিপাকে পড়েছে এয়ার ইন্ডিয়া।
শেষ মুহূর্তে বিমান বাতিলের কারণে প্রবল সমস্যার মুখে পড়েন যাত্রীরা। সংস্থার তরফে যাত্রীদের টিকিটের মূল্য ফেরত দেওয়ার অথবা বিকল্প দিনে ভ্রমণের প্রস্তাবও দেওয়া হয়েছে। যদিও তাতে করে যাত্রী বিক্ষোভ কমেনি। সূত্রের খবর পর্যাপ্ত কর্মীর কারণে কোচি, কালিকট এবং বেঙ্গালুরু সহ বেশ কয়েকটি বিমানবন্দরে একাধিক বিমান বাতিল করা হয়েছে।
কর্মীদের গণছুটির কারণে প্রবল সমস্যার মুখে এয়ার ইন্ডিয়া। যার কারণে সংস্থা বাধ্য হয় একাধিক বিমান বাতিল করার। মঙ্গলবার থেকে আজ পর্যন্ত, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের প্রায় ৭৬ টি ডোমেস্টিক এবং আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। কর্মী সংকট মোকাবেলায় আগামী দিনেও আরও বেশ কিছু বিমান বাতিল করা হতে পারে বলেই খবর।
কর্মী সংকট ও বিমান বাতিলের প্রশ্নে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একজন মুখপাত্র বলেছেন, 'আমাদের কেবিন ক্রুদের একটি অংশ অসুস্থতার কারণ দেখিয়ে একেবারে শেষ মুহূর্তে ছুটি নিয়েছে। যার কারণে অনেক ফ্লাইট দেরিতে চলছে এবং এমনকি কিছু বিমান বাতিল করতে হচ্ছে। আমরা কেবিন ক্রুদের সঙ্গে কথা বলে সমস্যার কারণ খুঁজে সমাধানের চেষ্টা করছি। এই সময়ে, আমাদের পুরো টিম এই সমস্যাটি মোকাবেলা করার জন্য সম্ভাব্য সর্বাত্মক চেষ্টা করছে"।
আরও পড়ুন - AstraZeneca Covid Vaccine: বিরল পার্শ্বপ্রতিক্রিয়ার জের! বাজার থেকে কোভিড টিকাই তুলে নিল AstraZeneca
তিনি আরও বলেছেন- 'আমরা আমাদের সমস্ত গ্রাহকদের কাছে এই সমস্যার জন্য ক্ষমাপ্রার্থী, বিমান বাতিলের জন্য যাত্রীদের পুরো টাকা ফেরত দেওয়া হবে অথবা অন্য কোন তারিখে তারা ভ্রমণ করতে চাইছে তার সুবিধাও দেওয়া হবে'। গত মাসের শেষের দিকে, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস কেবিন ক্রু ইউনিয়ন সংস্থার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আনে। এবং বলে সংস্থার এই ধরণের আচরণ কর্মীদের মনোবলকে প্রভাবিত করেছে। যদিও সূত্রের খবর নয়া নিয়োগ ব্যবস্থা নিয়ে অসন্তোষের ফলেই কর্মীদের এই প্রতিবাদ।