একের পর এক বিমান বাতিল। প্রবল সমস্যার মুখে যাত্রীরা। মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর জট এখনও অব্যাহত এয়ার ইণ্ডিয়ার। এদিকে একের পর এক বিমান বাতিলের জেরে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের কাছ থেকে বিমান বাতিলের বিষয়ে একটি রিপোর্ট চেয়ে পাঠিয়েছে।
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, মন্ত্রকের তরফে এয়ারলাইন্সকে অভ্যন্তরীন সমস্যাগুলিকে দ্রুত মিটিয়ে ফেলার অনুরোধ জানানো হয়েছে। মন্ত্রক আরও পরামর্শ দিয়েছে বিমান সংস্থাকে DGCA নিয়ম অনুযায়ী যাত্রীদের সুবিধা নিশ্চিত করতে।
মঙ্গলবার রাত থেকে কর্মীদের গণছুটির কারণে ৮০টির বেশি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমান বাতিল করতে হয়। এসংক্রান্ত সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টও করেছে সংস্থা। পাশাপাশি যাত্রীদের অসুবিধার জন্য ক্ষমাও চাওয়া হয়েছে। একই সঙ্গে যাত্রীদের টিকিটের মূল্য ফেরত অথবা বিকল্প দিনে যাত্রার ব্যবস্থার কথাও জানিয়েছে সংস্থা।