মাঝ আকাশে বিরাট দুর্ঘটনা থেকে কোনমতে রক্ষা। ১৮৫ জন যাত্রীকে নিয়ে উড়ন্ত বিমানে আগুন, বেঙ্গালুরু থেকে কোচিগামী এয়ার ইন্ডিয়ার বিমানের জরুরি অবতরণ। অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীরা। ঘটনার জেরে ছড়িয়েছে চূড়ান্ত আতঙ্ক।
বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল এয়ার ইন্ডিয়ার একটি বিমান। বেঙ্গালুরু থেকে কোচিগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমানে মাঝ আকাশেই আগুন ধরে যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়তে শুরু করে। এতে বিমানে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি বিমানটিকে জরুরি অবতরণ করা হয়। বেঙ্গালুরু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড (বিআইএএল) জানিয়েছে যে বিমানের সমস্ত যাত্রী এবং কর্মীকে নিরাপদে বিমান থেকে বের করে আনা হয়েছে।
এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এই ঘটনার বিষয়ে একটি বিবৃতি জারি করে বলেছে, যে সমস্ত যাত্রী এবং ক্রু মেম্বারদের বিমান থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে এবং ঘটনায় কেউ আহত হয়নি। সূত্রের খবর, বিমানটি উড়ার কিছুসময়ের মধ্যেই বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায়। এরপর বিমানটি এখানে কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে (কেআইএ) জরুরি অবতরণ করানো হয়। ইন্ডিয়া এক্সপ্রেসের একজন মুখপাত্র বলেছেন, "আগুন লাগার কারণ জানতে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে।"