Advertisment

খাদে পড়ে দুর্ঘটনা ঘটেনি এয়ার ইন্ডিয়ার বিমানের, প্রত্যক্ষদর্শীর ভিন্ন বয়ান

'গত পাঁচ বছর ধরে আমি উড়ান ওঠা-নামা দেখছি। দুর্ঘনাগ্রস্ত বিমানটি হড়কে খাদে পড়েনি।'

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সিআইএসএফ-এর সহকারী সাবইন্সপেক্টর অজিত সিং।

কোঝিকোড়ের টেবিলটপ বিমানবন্দর থেকে গত শুক্রবার এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান ৩৫ ফুট গভীর খাদে পড়ে যায়নি বলেই দাবি করলেন প্রত্যক্ষদর্শী সিআইএসএফ-এর সহকারী সাবইন্সপেক্টর অজিত সিং। রানওয়েতে নেমেই এআই- আইএক্সআই৩৪৩ উড়ানটি সজোরে দেওয়ালে ধাক্কা মারে বলে জানিয়েছেন অজিত। তাঁর ব্যাখ্যায়, রানওয়েতে নামা থেকে পুরো বিষয়টি হতে মাত্র চার সেকেন্ডেরও কম সময় লেগেছে।

Advertisment

গত শুক্রবার সন্ধ্যা ৭.৪০ নাগাদ যখন রানওয়েতে নামার কথা তখনই সিআইএসএফ-এর সহকারী সাবইন্সপেক্টর অজিত সিং এএসআই মঙ্গল সিংয়ের সঙ্গে কথা বলছিলেন। অজিতের কথায়, 'যেহেতু আমাদের পোস্ট থেকে কোন বিমান আকাশে উড়ছে ও অকাশ থেকে নামছে দেখা যায় তাই বলতে পারি যে উড়ানটি ধাক্কা মারার আগে কোনও আওয়াজ হয়নি।'

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে অজিত বলেন, 'গত পাঁচ বছর ধরে আমি উড়ান ওঠা-নামা দেখছি। দুর্ঘনাগ্রস্ত বিমানটি হড়কে খাদে পড়েনি। যদি পড়ত তাহলে বিমানটি মাঝবরাবর ভাঙত। কিন্তু তা হয়নি।'

ছয় বছরের কর্মজীবনে পাঁচ বছর কোঝিকোড় বিমানবন্দরেই কর্মরত রয়েছেন বিহারের বাসিন্দা সিআইএসএফ-এর সহকারী সাবইন্সপেক্টর অজিত সিং। কন্ট্রোল রুম থেকে সিকিউরিটি হোল্ড এরিয়া- সব বিভাগে গত কয়েক বছরে পোস্টিং থেকেছেন তিনি। গত শুক্রবার পিআইএল ডিউটিতে ছিলেন তিনি। বন্দরের পেরিমিটার দেওয়াল নজরবন্দি রাখার দায়িত্ব ছিল অজিতের।

তাঁর কথায়, 'বি শিফটে আমার ডিউটি ছিল। অঝোরে বৃষ্টি পড়ছিল। কিন্তু কর্তব্য থেকে অব্যাহতির পরে আমি নয় কিমি দীর্ঘ পেরিমিটার এলাকা পরিদর্শনে বেরোই। তারপরই দেখি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানটি পেরিমিটারের গায়েই দুর্ঘলায় পড়েছে। সব দেখে আমি দ্রুত বিমানবন্দর কর্তৃপক্ষকে জানাই। এর ঠিক ২-৩ মিনিটের মধ্যে স্থানীয় কয়েকজন চলে আসেন। গোটা ২০-২৫ জনে মিলেই উদ্ধার কাজ শুরু করি। স্থানীয়রা সত্যিঅ খুব সহযোগিতা করেছেন।'

অজিতের কথামত উড়ানটির পাখার কাছ বিপর্যস্ত হয়েছিল। তবে আলো না নেভায় অক্ষত যাত্রীরা নিজেরাই বেরনোর চেষ্টা করছিলেন, অনেককে আমরা বার হতে সাহায্য করি। অনেক যাত্রী সহায়তার জন্য কান্নাকাটি করছিল। ওই উড়ানে অনেক মহিলা ও শিশুও ছিল। তবে যেকোনওমুহূর্তে উড়ানটিতে আগুন লেগে যেতে পারত। যদিও সেকথা প্রকাশ্যে সেই সময় জানাননি অজিত।

মজার কথা যে বাইকে করে তিনি নজরদারির জন্য গিয়েছিলেন সেটি নিয়ে কেউ চলে যায়। সরকারি সামগ্রী হারিয়ে কোর্ট এনকুয়্যারির মুখোমুখি হতে হত। তাই কিছুটা ভয়ে ছিলেন অজিত। পরে অবশ্য সেটি ফেরৎ পান সিআইএসএফ-এর সহকারী সাবইন্সপেক্টর।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

national news
Advertisment