Advertisment

Air India: মূল সংস্থার হাত ধরেই জট কাটার ইঙ্গিত! এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ২০ রুটে চালু পরিষেবা

সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এয়ার ইন্ডিয়া।

author-image
IE Bangla Web Desk
New Update
Air India Express,

মুম্বাই বিমানবন্দরে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ফ্লাইট (অমিত চক্রবর্তীর এক্সপ্রেস ছবি)

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের সঙ্কট কাটাতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এয়ার ইন্ডিয়া। বৃহস্পতিবার এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এক বিবৃতিতে জানিয়েছে, যাত্রী দুর্ভোগ কাটাতে এগিয়ে এসেছে এয়ার ইন্ডিয়া। এদিন থেকেই এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ২০টি রুটে উড়ান চালাচ্ছে এয়ার ইন্ডিয়া।

Advertisment

কেবিন ত্রু মেম্বারদের গণছুটির কারণে মোট ৮৫টি উড়ান বাতিল করতে হয়েছে সংস্থাকে। এখন পর্যন্ত ২৫ বিমানকর্মীকে ছাঁটাই করেছে সংস্থা। কর্মীর অভাবেই এতগুলি উড়ান বাতিল করতে হয়েছে। জানা গিয়েছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস আজও ৭৪ টি বিমান বাতিল করেছে।

এয়ারলাইন্সের পাইলটসহ কেবিন ক্রু কর্মীদের মধ্যে বিরোধ এখনও অব্যাহত। এ কারণে এয়ারলাইন্সের বিমান পরিষেবা মঙ্গলবার রাত থেকে ব্যাহত হচ্ছে। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস সংকট অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার এয়ারলাইন্স তাদের ৭৪টি বিমান বাতিল করেছে। যার জেরে যাত্রীদের চরম বিপাকে পড়তে হয়। এর আগে বুধবারও প্রায় ৮০টি বিমান বাতিল করা হয়েছিল।

সংবাদ অনুসারে, সূত্র জানিয়েছে যে টাটা গ্রুপের মালিকানাধীন এয়ারলাইন্স সংস্থা অন্যান্য কর্মীদের আজ বিকেলের মধ্যেই কাজে ফেরার নির্দেশ দিয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টের কাজে না ফিরলে তাদেরও বরখাস্ত করা হবে বলে জানিয়েছে এয়ারলাইন্স সংস্থা।

Air India
Advertisment