/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/08/air-759-1.jpg)
ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।
কেরালার কোঝিকোড়ে ভয়ঙ্কর দুর্ঘটনার মুখে পড়ল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান। এদিন রাতে দুবাই ফেরত এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান আইএক্স ১৩৪৪ কোঝিকোড় বিমানবন্দরে অবতরণের সময় প্রবল বৃষ্টিতে রানওয়েতে পিছলে গিয়ে দু'টুকরো হয়ে যায়। এ ঘটনায় পাইলট-সহ কমপক্ষে ১৪ জনের মৃত্য়ু হয়েছে। বিজেপি সাংসদ কে জে আলফোন্স জানিয়েছেন, সব যাত্রীকে উদ্ধার করা হয়েছে।
কীভাবে দুর্ঘটনা ঘটল?
ফ্লাইটরেডার ২৪ জানিয়েছে, বিমানটি দু'বার অবতরণের চেষ্টা করেছিল। বিমানটি অবতরণের চেষ্টা করার আগে বিমানবন্দরের চারপাশে ঘুরপাক খাচ্ছিল। ডিজিসিএ সূত্রে জানা যাচ্ছে, ”একটি খাদে পড়ে যায় বিমানটি। ভেঙে দু’টুকরো হয়ে গিয়েছে। অনেকে বেঁচে গিয়েছেন”। ম্য়াঙ্গালুরুর মতো কোঝিকোড় বিমানবন্দরে টেবিলটপ রানওয়ে।
আরও পড়ুন: কেরালায় বিমান বিপর্যয়, রানওয়েতে পিছলে গিয়ে দু’টুকরো এয়ার ইন্ডিয়ার বিমান, মৃত পাইলট-সহ ১৪
Air India Express flight from Dubai carrying 170 people skidded off the runway in Kozhikode airport while landing; several injured
More details: https://t.co/jFoIrMoVhZpic.twitter.com/UzKIYpWzqt
— The Indian Express (@IndianExpress) August 7, 2020
দুর্ঘটনাস্থলের প্রাথমিক ছবিতে দেখা গিয়েছে, বিমানটি দু'টুকরো হয়ে গিয়েছে। সন্ধে ৭টা ৪০ মিনিট নাগাদ বিমানবন্দরে অবতরণের চেষ্টা করে বিমানটি। প্রবল বৃষ্টির জেরে রানওয়েতে পিছলে গিয়ে রানওয়ে সংলগ্ন রাস্তার ৩৪ ফিট নীচে পড়ে যায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের আইএক্স ১৩৪৪ বিমানটি।
বিমানের যাত্রীরা কী জানালেন?
স্থানীয় টিভি চ্যানেলে বিমানের কয়েকজন যাত্রী জানিয়েছেন, অবতরণের আগে বিমানটি বেশ কয়েকবার উপরে উঠছিল আর নামছিল। যেই না রানওয়ে ছুঁল বিমানটি, তখনই দুর্ঘটনা ঘটে।
প্রত্য়ক্ষদর্শীরা কী জানালেন?
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রবল বৃষ্টির জেরে রানওয়েতে অবতরণের সময় পিছলে যায় বিমানটি। দুর্ঘটনাস্থলে ধোঁয়া দেখতে পেয়েছেন বলেও জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
কেরালায় বিমান দুর্ঘটনায় টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ''কেরালার মুখ্য়মন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে কথা বলেছি। সবরকম সাহায্য় করা হচ্ছে''। একইসঙ্গে দুর্ঘটনায় মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন নমো। আহতদের দ্রুত আরোগ্য় কামনা করেছেন।
কেরালার মুখ্য়মন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, ''পুলিশ ও দমকল বাহিনীকে দ্রুত পদক্ষেপ করতে বলেছি। উদ্ধারকাজের জন্য় আধিকারিকদেরও নির্দেশ দিয়েছি''।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন