মঙ্গলবার রাত থেকে কর্মীদের একটি বড় অংশের প্রতিবাদের কারণে ব্যাহত হয় এয়ার ইন্ডিয়া পরিষেবা। বাতিল করা হয় প্রায় শ'খানেক বিমান। এবিষয়ে ইতিমধ্যেই সংস্থার কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক।
কর্মীদের গণছুটির কারণে পরিষেবা ব্যাহত হওয়ার কারণে এবার এবার কড়া পদক্ষেপ নিল এয়ার ইণ্ডিয়া। সূত্রের খবর ইতিমধ্যেই সংস্থা আন্দোলনকারী কর্মীদের আন্দোলন তুলে নেওয়ার জন্য একটি চিঠি দিয়েছে। তথ্য অনুযায়ী, বুধবার (৭ মে) শতাধিক সিনিয়র কর্মীরা অসুস্থতার কারণ দেখিয়ে ছুটি নেয়। এই ঘটনায় সংস্থা প্রায় ২৫ জন সিনিয়র কেবিন ক্রুমেম্বারকে বরখাস্ত করেছে। এয়ার ইন্ডিয়ার তরফে অন্যান্য কেবিন ক্রু মেম্বারদের আজ বিকেল ৪টার মধ্যে কাজে যোগ দিতে বলেছে।
যদিও এখনও এটি স্পষ্ট নয় যে এয়ারলাইন্সের তরফে বরখাস্ত করা কেবিন ক্রু মেম্বারদের ফের পুনর্বহাল করা হবে কিনা! সূত্রের খবর, চিঠিতে আন্দোলনকারী কেবিন ক্রু মেম্বারদের বিরুদ্ধে সংস্থার সুনাম নষ্ট করা এবং আর্থিক ক্ষতির জন্য অভিযুক্ত করা হয়েছে।
তথ্য অনুযায়ী, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস 'হঠাৎ ছুটিতে' যাওয়া কর্মীদের ইমেলের মাধ্যমে কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে। ই-মেইলে লেখা হয়েছে, 'কোনো কারণ ছাড়াই ইচ্ছাকৃতভাবে অনুপস্থিত ছিলেন কর্মীরা। অনুপস্থিতির কোনো সুনির্দিষ্ট কারণ আছে বলে সংস্থা মনে করে না । এক সঙ্গে এভাবে ছুটি নেওয়া এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের নিয়ম লঙ্ঘন'।
ইউনিয়ন অফ এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ক্রু মেম্বারস (AIXEU) গত মাসে সংস্থায় অব্যবস্থার পাশাপাশি কর্মচারীদের সঙ্গে সমান আচরণ করা হচ্ছে না বলে অভিযোগ করেন। এইচআর নীতি পরিবর্তনের প্রতিবাদে অসুস্থতার কারণ দেখিয়ে গণছুটি নেন সংস্থার প্রায় ৩০০ সিনিয়ার কেবিন ক্রু মেম্বার।