/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/06/air-india-1.jpg)
এয়ার ইন্ডিয়ার বিমানে বোমাতঙ্ক! জরুরি অবতরণের জেরে হুলস্থূল যাত্রী মহলে
Air India Flight: নিউ ইয়র্ক যাওয়ার পথে ফের মুম্বই বিমানবন্দরে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের। আজ সোমবার সকালে মুম্বই থেকে নিউ ইয়র্কগামী এয়ার ইন্ডিয়ার বিমানে বোমা হামলার হুমকির জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এরপর বিমানটি মাঝপথেই মুম্বই বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
বিমানবন্দর সূত্রে খবর, এয়ার ইন্ডিয়ার বিমান মুম্বই থেকে নিউ ইয়র্ক যাওয়ার কথা ছিল, কিন্তু মাঝপথে বিমানটি মুম্বই বিমানবন্দরে জরুরি অবতরণ করে। বোমা হামলার হুমকির জেরে বিমানের পাইলট রুট বদল করতে বাধ্য হন। এয়ার ইন্ডিয়ার বোয়িং ৩৫০ বিমান আজারবাইজানের উপর দিয়ে উড়ছিল, তখন বিমানের ক্রু মেম্বাররা বোমা হামলার হুমকি পান। তড়িঘড়ি বিমানটি মুম্বই বিমানবন্দরে অবতরণ করে। তড়িঘড়ি বিমানটিতে শুরু হয় তল্লাশি। যদিও তল্লাশি অভিযানে সন্দেহজনক কিছুই পাওয়া যায় নি।
বাড়ি ফেরার দিনক্ষণ স্থির, মহাকাশে আনন্দে ভাসছেন সুনিতা, বিরাট আপডেট নাসার
এই বিমানে মোট ৩০৩ জন যাত্রী এবং ১৯ জন ক্রু সদস্য ছিলেন। এয়ার ইন্ডিয়া জানিয়েছে যে বিমানটি আগামীকাল ভোর ৫টায় মুম্বই থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা করবে। এয়ার ইন্ডিয়া আরও জানিয়েছে যে যাত্রীদের বিশ্রামের জায়গা, খাওয়ার এবং অন্যান্য সকল প্রকার সহায়তা প্রদান করা হয়েছে।