Advertisment

Air India: টেকঅফের সময় বড়সড় দুর্ঘটনার কবলে এয়ার ইন্ডিয়ার বিমান, তদন্ত শুরু

বিমানটিতে প্রায় ১৮০ জন যাত্রী ছিলেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Pune airport Air India collision

পুণে বিমানবন্দরের এক আধিকারিক জানিয়েছেন, পুশব্যাক টাগটি আঘাত করলে বিমানটি পেটের কাছে ক্ষতিগ্রস্ত হয়।

১৮০ জন যাত্রীকে বড়সড় দুর্ঘটনার কবলে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে ডিজিসিএ।

Advertisment

দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান পুনে বিমানবন্দরে দুর্ঘটনার কবলে পড়ে। বৃহস্পতিবার পুনে বিমানবন্দর থেকে দিল্লি উদ্দেশে রওনা দেওয়ার সময় রানওয়েতে একটি ট্রাকের সঙ্গে (টাগ ট্রাক) মুখোমুখি সংঘর্ষ হয় বিমানটির। সেই সময় বিমানে ১৮০ জন যাত্রী ছিলেন। এর ফলে বিমানে সামান্য ক্ষতি হয়েছে। যদিও যাত্রীরা সবাই অক্ষত রয়েছেন বলেই জানা গিয়েছে। দুর্ঘটনার পরপরই বিমান থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়।

বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, যাত্রীদের আরেকটি বিমানে নির্ধারিত গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এয়ার ইন্ডিয়ার একজন মুখপাত্র বলেছেন যে যাত্রীদের তাদের সম্পূর্ণ ভাড়া ফেরত দেওয়া হয়েছে এবং বিকল্প ফ্লাইটের প্রস্তাব দেওয়া হয়েছে। মুখপাত্র আরও বলেছেন যে ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে। ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ) সংঘর্ষের কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে।

Air India
Advertisment