দিল্লি-মস্কো বিমান বাতিল করল এয়ার ইন্ডিয়া। বিমানের বিমা সংক্রান্ত আশঙ্কা থেকেই উড়ান বাতিলের মতো পদক্ষেপ করেছে এয়ার ইন্ডিয়া। ইউক্রেনে রুশ আগ্রাসন নিয়ে সোচ্চার গোটা বিশ্ব। রাশিয়াকে একঘরে করার তোড়জোড় শুরু বিশ্বের তাবড় দেশগুলির। এই পরিস্থিতিতে রুশ আকাশসীমায় বিমানের বিমা বৈধতা পাবে কিনা তা নিয়ে আশঙ্কায় ভুগতে থাকেন এয়ার ইন্ডিয়ার কর্তারা। সম্ভবত সেই আশঙ্কা থেকেই আপাতত দিল্লি-মস্কো উড়ান বাতিলের সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।
বিমানের বিমা করায় সাধারণত পশ্চিমের দেশগুলির বাইরের সংস্থাগুলি। ২৪ ফেব্রুয়ারি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর পশ্চিমের দেশগুলি সব রাশিয়ান বিমান সংস্থাকে তাদের আকাশসীমা থেকে নিষিদ্ধ করেছে। শুধু রুশ বিমান সংস্থাগুলিকে নিষিদ্ধ করাই নয়, রাশিয়ার উপর চাপ বাড়াতে আরও একগুচ্ছ নিষেধাজ্ঞা চাপিয়েছে আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া-সহ বিভিন্ন দেশ।
রাষ্ট্রসংঘের মঞ্চেও ক্রমাগত মস্কোর উপর চাপ বাড়িয়ে চলেছে পশ্চিমের দেশগুলি। রাশিয়া ইস্যুতে বিশ্বের সব দেশকে একজোট হয়ে প্রতিবাদের বার্তা দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। যদিও ভারত, চিনের মতো দেশগুলি এখনও রাষ্ট্রসংঘে রাশিয়ার বিরুদ্ধে যায়নি। তবে ভারতের এই মনোভাবে আমেরিকা বেশ অসন্তুষ্ট।
আরও পড়ুন- চিনের নিশানায় লাদাখের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা, চাঞ্চল্যকর গোয়েন্দা রিপোর্ট প্রকাশ্যে
এদিকে, এয়ার ইন্ডিয়া সপ্তাহে দু'বার দিল্লি-মস্কো বিমান চালায়। ভারত তার আকাশসীমায় এখনও রুশ বিমান সংস্থাগুলিকে নিষিদ্ধ করেনি। সূত্র মারফত জানা গিয়েছে, এয়ার ইন্ডিয়ার দিল্লি-মস্কো বিমানটি বৃহস্পতিবার ওড়ার কথা থাকলেও তা বাতিল হয়ে গিয়েছে।
সংস্থা জানিয়েছে, রাশিয়ার আকাশে বিমানের বিমার বৈধতা পাওয়া নিয়ে সংশয় থাকার জেরেই ওই উড়ান বাতিল করা হয়েছে। তবে এব্যাপারে একটি বিবৃতি জারির কথা বলা হলেও সংবাদসংস্থা পিটিআইয়ের সেই অনুরোধে সাড়া দেয়নি এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।
Read story in English