Bangladesh Crisis: অশান্ত বাংলাদেশে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনোট বিরাট উদ্যোগ এয়ার ইন্ডিয়া, ইন্ডিগোর। ঢাকা থেকে বিশেষ বিমানে ফিরিয়ে আনা হল ৪০০-র বেশি আটকে পড়া ভারতীয়দের। এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ বিমান বুধবার সকালে ঢাকা থেকে নয়াদিল্লিতে ৬ শিশুসহ ২০৫ জনকে উড়িয়ে নিয়ে আসে। বাংলাদেশ থেকে ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনতে মঙ্গলবার ইন্ডিগোর বিশেষ ফ্লাইটটি ঢাকা থেকে কলকাতায় বিশেষ অপারেশন চালায়। এয়ারলাইন্সের তরফে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। এয়ার ইন্ডিয়ার চার্টার্ড ফ্লাইটটি, মঙ্গলবার গভীর রাতে বাংলাদেশের রাজধানী ঢাকা বিমানবন্দরে অবতরণ করে এবং ঢাকা থেকে ২০৫ জনকে উড়িয়ে আসে আসে বিমানটি। যার মধ্যে ছিলেন ১৯৯ জন প্রাপ্তবয়স্ক এবং ৬টি শিশু ।
বিমান সংস্থা এক বিবৃতিতে বলেছে, "ঢাকা বিমানবন্দর অস্থায়ীভাবে বন্ধ হওয়ার পরে, ইন্ডিগো ৬ আগস্ট ঢালা থেকে কলকাতার জন্য একটি বিশেষ বিমান পরিচালনা করে । বাংলাদেশ থেকে ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনার জন্য এই বিশেষ বিমান চালানো হয়"। একটি সূত্র জানিয়েছে, ইন্ডিগোর বিশেষ বিমানটিতে ঢাকা থেকে কলকাতায় ২০০ জনেরও বেশি যাত্রী ভারতে ফেরেন। পাশাপাশি সংস্থা জানিয়েছে ভারত এবং ঢাকার মধ্যে স্বাভাবিক বিমান পরিষেবা বুধবার পুনরায় শুরু হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন - < Sheikh Hasina: লন্ডন যাওয়ায় বিস্তর সমস্যা, ভারতেই পাকাপাকিভাবে ঘাঁটি গাড়ছেন শেখ হাসিনা? >
এয়ার ইন্ডিয়া বুধবার থেকে তার নির্ধারিত কার্যক্রম শুরু করবে বলেও এক বিবৃতিতে জানিয়েছে সংস্থা। ভিস্তারা এবং ইন্ডিগো উভয়ই বাংলাদেশের রাজধানীতে তাদের মঙ্গলবারের ফ্লাইট বাতিল করেছে। আজ বুধবার থেকে পরিষেবা স্বাভাবিক হওয়ার কথা রয়েছে।চাকরি ক্ষেত্রে কোটার বিরুদ্ধে রাজপথে বিক্ষোভ শেষ পর্যন্ত শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে পালাতে বাধ্য করে।