লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমানে মাঝ আকাশে ক্রু মেম্বারের সঙ্গে যাত্রীদের বচসা, মাঝপথেই দিল্লি ফেরত মামলা দায়ের করা হয়েছে অভিযুক্ত ওই যাত্রীর বিরুদ্ধে। অভিযোগের পর পুলিশ ওই যাত্রীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। শুরু হয়েছে তদন্ত। ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন দিল্লি-লন্ডন (AI-111)বিমানের যাত্রীরা।
সোমবার দিল্লি থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমানে হুলস্থূল! বিমান আকাশে ওড়ার কিছুসময় পরই এক যাত্রী বিমানে তোলপাড় সৃষ্টি করেন। বিমান কর্মীর সঙ্গে রীতিমত বচসা বাঁধে ওই যাত্রীর। হাতাহাতি পরিস্থিতি হতেই ঝুঁকি না নিয়ে এয়ার ইন্ডিয়ার বিমানটিকে দিল্লি বিমানবন্দরে ফিরিয়ে আনা হয়। এরপর বিমানের ওই যাত্রীকে বিমান থেকে থেকে নামিয়ে দেওয়া হয়। আজ সকালে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি দিল্লি বিমানবন্দর থেকে টেক অফের কিছু সময় পরেই মাঝআকাশে এক যাত্রীর সঙ্গে বিমানকর্মীর প্রবল বচসা শুরু হয়। তড়িঘড়ি বিমানটিকে দিল্লি বিমানবন্দরে ফিরিয়ে আনা হয়।
এরপর দিল্লি বিমানবন্দর পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে এয়ার ইন্ডিয়ার তরফে। অভিযোগের পরই ওই যাত্রীকে হেফাজতে নিয়েছে পুলিশ। সোমবার সকাল ৬.৩৫ মিনিটে এয়ার ইন্ডিয়ার বিমানটি দিল্লি থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করে। এর কিছুক্ষণ পর ক্রু মেম্বারের সঙ্গে মাঝ আকাশেই বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন ওই যাত্রী। ক্রু মেম্বার যাত্রীকে শান্ত করার চেষ্টা করতে ব্যর্থ হন। পরিস্থিতি বেগতিক বুঝে বিমানটিকে দিল্লি বিমানবন্দরে ফিরে আসতে হয়।