scorecardresearch

ভারতে ‘অ্যাভিয়েশন বিল্পব’! ‘ঐতিহাসিক’ চুক্তি এয়ার ইন্ডিয়ার, বাইডেনের গলায় মোদীর প্রশংসা

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চুক্তির প্রশংসা করে এটিকে ‘ঐতিহাসিক’ বলে বর্ণনা করেছেন।

Air India,Airbus,Boeing,Air India Airbus Boeing 470 aircrafts deal,Air India to purchase Airbus Boeing aircrafts

ভারতের অ্যাভিয়েশন সেক্টরের জন্য এযাবৎকালের সবচেয়ে বড় ‘ডিল’ করল এয়ার ইন্ডিয়া। প্রধানমন্ত্রী মোদী এই চ্যুক্তি নিয়ে বলেছেন, ‘এই যুগান্তকারী চুক্তির জন্য আমি ‘এয়ার ইন্ডিয়া-এয়ারবাস’কে অভিনন্দন জানাই। এই ইভেন্টে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য পাশে থাকার জন্য আমি বিশেষভাবে ‘আমার বন্ধু’ ইমানুয়েল ম্যাক্রোঁকে ধন্যবাদ জানাতে চাই। এই গুরুত্বপূর্ণ চুক্তিটি ভারত ও ফ্রান্সের মধ্যে সম্পর্ককে আরও মজভূত করবে। পাশাপাশি ভারতের অসামরিক বিমান চলাচলের ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে”।

চুক্তির বিষয়ে টাটা সন্সের চেয়ারম্যান বলেন ‘আমরা এয়ারবাসের সঙ্গে একটি বিশেষ সম্পর্ক গড়ে তুলেছি। আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে আমরা এয়ারবাস থেকে ২৫০টি বিমান কেনার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছি। অন্যদিকে এয়ার ইন্ডিয়া বোয়িং থেকে ২২০টি বিমান কিনবে বলেও খবর। মঙ্গলবার হোয়াইট হাউসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৩৪ বিলিয়ন ডলারে ২২০টি বোয়িং বিএএন বিমান কেনার ‘ঐতিহাসিক চুক্তি’কে স্বাগত জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেও টেলিফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী মোদী। দুই নেতার মধ্যে ‘এয়ার ইন্ডিয়া-বোয়িং চুক্তি’ নিয়েও আলোচনা হয়েছে।

এয়ার ইন্ডিয়ার ইতিহাসে সবচেয়ে বড় ডিল! কমার্শিয়াল উড়ানের ক্ষেত্রে রচিত হল নতুন ইতিহাস। ২৫০ এয়ারবাস সেই সঙ্গে ২২০ টি বোয়িং কিনে রেকর্ড গড়ছে এয়ার ইন্ডিয়া ! অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিতে এখনও পর্যন্ত সবচেয়ে বড় চুক্তি করেছে এয়ার ইন্ডিয়া। এয়ার ইন্ডিয়া অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিতে এক ঐতিহাসিক চুক্তি সাক্ষর করে ভারতের অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রির জন্য নতুন দিগন্ত খুলে দিয়েছে।

২০২২ সালের জানুয়ারি মাসের শেষের দিকে যখন ১০০ কোটি টাকায় ভারত সরকারের কাছ থেকে সংস্থার মালিকানা নেয় টাটা গ্রুপ, তখনও এয়ার ইন্ডিয়ার অবস্থা টালমাটাল ছিল। এর পর থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে এয়ার ইন্ডিয়া। টাটা গ্রুপের সংস্থা এয়ার ইন্ডিয়া ২৫০ বিমান কিনবে। তার মধ্যে ৪০টি বড় আকারের বিমান। এই বিমানগুলো কেনা হবে আন্তর্জাতিক বিমান প্রস্তুতকারক সংস্থা এয়ারবাসের থেকে।

এয়ার ইন্ডিয়া অধিগ্রহণ করার পর থেকেই টাটা গ্রুপ তার সম্প্রসারণে জোর দিয়েছে। বিমানের সংখ্যা বাড়ানো হচ্ছে। জোর দেওয়া হচ্ছে তার চলাচলেরও ওপরও। আমেরিকার কোম্পানি বোয়িং থেকে ২২০টি বিমান কিনতে চলেছে এয়ার ইন্ডিয়া। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক অভিনন্দন জানিয়েছেন। ‘হোয়াইট হাউস’-জানিয়েছে, বোয়িং এবং এয়ার ইন্ডিয়া একটি চুক্তিতে পৌঁছেছে, যার অধীনে এয়ার ইন্ডিয়া বোয়িং থেকে ৩৪ বিলিয়ন ডলারে ২২০ বিমান কিনবে। এই চুক্তির পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি টুইট করেছেন, যাতে তিনি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী মোদী বলেছেন যে এই চুক্তির ফলে উভয় দেশই লাভবান হতে চলেছে।

দীর্ঘ ১৭ বছরের মধ্যে এই প্রথম এয়ার ইন্ডিয়া বিমান কেনার অর্ডার দিতে চলেছে। টাটা গোষ্ঠীর মালিকানায় আসার পর এটি হবে এয়ার ইন্ডিয়ার প্রথম অর্ডার। এর আগে ২০০৫ ১১১টি বিমান কেনে এয়ার ইন্ডিয়া। এতে ৬৮টি বিমানের অর্ডার পেয়েছে বোয়িং এবং ৪৩টি এয়ারবাস।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চুক্তির প্রশংসা করে একে ‘ঐতিহাসিক’ বলে বর্ণনা করেছেন। বাইডেন বলেছেন যে ‘আমি আজ এয়ার ইন্ডিয়া এবং বোয়িং এর মধ্যে চুক্তি এবং কেনাকাটার ঘোষণা করতে পেরে গর্বিত।’ বিডেন বলেছিলেন যে প্রধানমন্ত্রী মোদীর হাত ধরে তিনি ভারত ও আমেরিকার মধ্যে সম্পর্ক আরও গভীর করার অপেক্ষায় রয়েছেন।

এয়ারবাস জানিয়েছে যে তারা এই বছরের শেষ নাগাদ এয়ার ইন্ডিয়াকে প্রথম A350 বিমান সরবরাহ করবে। এয়ার ইন্ডিয়া যে ২৫০টি বিমান এয়ারবাস থেকে কেনার কথা ঘোষণা করেছে, তার মধ্যে ৪০টি বড় আকারের বিমান। এয়ারবাস ইন্ডিয়া এবং সাউথ এশিয়ার প্রেসিডেন্ট এবং ম্যানেজিং ডিরেক্টর রেমি মেলার্ড বলেছেন যে কোম্পানি গর্বিত যে টাটা গ্রুপ এয়ার ইন্ডিয়ার জন্য A350 এবং A320 বিমান নির্বাচন করেছে। তিনি বলেন, এত বিশাল পরিমান অর্ডার ভারতের বিমান পরিষেবার ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা করবে। গত বছর ২৭ জানুয়ারি টাটা গ্রুপের এয়ার ইন্ডিয়া কেনার একবছর পূর্তি হয়েছে। তখনই টাটা গ্রুপ জানিয়েছিল, তারা বিপুল সংখ্যক বিমান কিনতে চলেছে।

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Air india signs big deal of 470 aircraft with airbus boeing first plane delivery by end of 2023