সিডনি বিমানবন্দরের একটি দোকান থেকে হাতসাফাই করার অভিযোগে পূর্বাঞ্চলের রিজিওনাল ডিরেক্টরকে সাসপেন্ড করল এয়ার ইন্ডিয়া। রবিবার সংস্থার এক আধিকারিক বিষয়টি নিশ্চিত করেছেন।
সাসপেন্ড হওয়া আধিকারিকের নাম রোহিত ভাসিন। তিনি এয়ার ইন্ডিয়ার পূর্বাঞ্চলের দায়িত্বে ছিলেন। সংস্থাটির অস্ট্রেলিয়েশিয়া রিজিওনাল ম্যানেজার রোহিতের বিরুদ্ধে হাতসাফাই-এর অভিযোগ এনেছেন। সূত্রের খবর, রোহিত বিমানবন্দরের একটি দোকান থেকে একটি ওয়ালেট হাতসাফাই করেছিলেন।
গত ২২ জুন এয়ার ইন্ডিয়ার এআই৩০১ নম্বর বিমানের অন্যতম কমান্ডার হিসাবে ভাসিনের সিডনি থেকে দিল্লি আসার কথা ছিল। এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র বলেন, "প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, সিডনি থেকে দিল্লীগামী বিমানের অন্যতম পাইলট রোহিত ভাসিন বিমানবন্দরের একটি ডিউটি ফ্রি শপ থেকে একটি ওয়ালেট তুলে নিয়েছিলেন। বিষয়টি নিয়ে এয়ার ইন্ডিয়া তদন্ত শুরু করেছে এবং ভাসিনকে সাসপেন্ড করা হয়েছে।"
বিমান সংস্থাটির পক্ষ থেকে জারি করা সাসপেনশন অর্ডারে লেখা হয়েছে- 'অস্ট্রেলেশিয়া বিভাগের রিজিওনাল ম্যানেজার জানিয়েছেন, ২২ জুনের সিডনি থেকে দিল্লীগামী বিমান ছাড়ার কিছু আগে আপনি বিমানবন্দরের একটি ডিউটি ফ্রি শপ থেকে হাতসাফাই করেছেন। এই বিষয়টির তদন্ত শেষ হওয়া পর্যন্ত আপনি সাসপেনশনের আওতায় থাকবেন।'
প্রসঙ্গত, গত সপ্তাহেই বেঙ্গালুরুতে এয়ার ইন্ডিয়ার একটি বিমান ছাড়তে দীর্ঘক্ষণ দেরি হয়েছিল। কারণ, একটি টিফিন বাক্স কে পরিষ্কার করবেন তা নিয়ে বিমান সংস্থাটির দুই কর্মী বিবাদে জড়িয়েছিলেন। তারপর সিডনির ঘটনা সংস্থাটির বিড়ম্বণা আরও বাড়াল।