Advertisment

দিল্লির বাতাসে 'বিষ', জরুরি বৈঠক কেজরিওয়ালের, কলকাতার স্বাস্থ্য সুরক্ষাই বড় চ্যালেঞ্জ!

কেজরিওয়াল সরকারের বড় সিদ্ধান্ত, ১০ নভেম্বর পর্যন্ত বন্ধ সমস্ত প্রাথমিক বিদ্যালয়।

author-image
IE Bangla Web Desk
New Update
Air Pollution, AQI, Delhi Pollution, Smog, Haze, Air Quality, MCD, NDMC, Arvind Kejriwal, Delhi, Delhi News, Delhi Live News, Air Quality in Delhi, Delhi Air, Delhi Air Quality, Delhi Air Pollution, Delhi News Updates, Today's Delhi AQI, Delhi AQI Today, SC Manish Sisodia Bail Pleas, AAP, Manish Sisodia, latest Delhi News, Indian Express" />

দিল্লির বাতাসে 'বিষ', দিওয়ালিতে দূষণ থেকে কলকাতাকে বাঁচাতে তৎপর প্রশাসন, জরুরি বৈঠক কেজরিওয়ালের

দিল্লির বাতাসে 'বিষ'। আজ জরুরি বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। দূষণের জেরে নাজেহাল দিল্লিবাসী তার মধ্যে কেজরিওয়াল সরকারের বড় সিদ্ধান্ত, ১০ নভেম্বর পর্যন্ত বন্ধ সমস্ত প্রাথমিক বিদ্যালয়। ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অনলাইন ক্লাসের ঘোষণা।

দিল্লির শিক্ষামন্ত্রী অতীশি রবিবার বলেছেন, 'রাজধানীতে বায়ু দূষণের পরিপ্রেক্ষিপ্তে সরকার প্রাথমিক বিদ্যালয়গুলি ১০ নভেম্বর পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই সময়ের মধ্যে, স্কুলগুলিকে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অনলাইন পঠনপাঠনের বিকল্প দেওয়া হয়েছে'।

ধোঁয়াশা ও বায়ু দূষণের কবলে দিল্লি। দূষণ নিয়ে আজই উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বৈঠকে বিভিন্ন দফতরের মন্ত্রীরা অংশ নেবেন।

Advertisment

ধোঁয়াশার চাদরে ঢেকে গেছে দিল্লি। বায়ু দূষণের মাত্রা এতটাই বিপজ্জনক হয়ে উঠেছে যে খোলা বাতাসে শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়েছে। এদিকে বায়ু দূষণের পরিপ্রেক্ষিতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছেন। দুপুর ১২টায় এই বৈঠকের আয়োজন করা হবে। আজও দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স উদ্বেগজনক পর্যায়ে রয়েছে।

দিল্লি-এনসিআরে বায়ু দূষণ চরমে। এমন পরিস্থিতিতে চিকিৎসকরা বলছেন, এ ধরনের পরিস্থিতি শরীরে তার মারাত্মক প্রভাব পড়তে পারে। পীযূষ রঞ্জন (মেডিসিন বিভাগ, AIIMS), সংবাদ সংস্থা ANI-এর সঙ্গে কথা বলার সময় বলেছেন যে বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া গেছে যা বায়ু দূষণ এবং বিভিন্ন ধরণের ক্যান্সারের মধ্যে একটি যোগসূত্র স্থাপন করে। তিনি আরও বলেন, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, আর্থ্রাইটিস ইত্যাদির সঙ্গে করোনারি আর্টারি রোগের সঙ্গে বায়ু দূষণের সরাসরি যোগ রয়েছে।

সামনেই কালীপুজো। কোনওভাবেই যাতে বাজি ফাটানো থেকে সাধারণ মানুষকে কষ্ট পেতে না হয় বা তাদের অস্বস্তির কারণ হয়ে না দাঁড়ায় সেই জন্য সতর্ক প্রশাসন। কালীপুজোর সময় বাতাসের গুণমান বজায় রাখাই আসল চ্যালেঞ্জ প্রশাসনের কাছে। ২০১৯ সালের পর থেকে রাজধানীতে প্রতি বছরই বৃদ্ধি পেয়েছে দূষণকারী পিএম ২.৫।

air pollution delhi
Advertisment