Advertisment

Air strike On Iraq: ভয়ঙ্কর এয়ার স্ট্রাইক ইরাকেও, বাতাসে বারুদের গন্ধ, মৃত্যুর বিভীষিকা, বিরাট সংকটে মধ্যপ্রাচ্য

ইরানের পর ইরাকে বিমান হামলা, সামরিক ঘাঁটিতে ব্যাপক বিস্ফোরণ, ইজরায়েলের উপর হামলার সন্দেহ!

author-image
IE Bangla Web Desk
New Update
"airstrike,ISRAEL,Iran,Iraq,Middle East, Airstrike in Israel, Airstrike in Iran, Airstrike in Iraq Military Base, Kalso Military Base, Blast on Kalso Military Base, Bomb Blast on Kalso Military Base, Baghdad, Iraq Military Base News, Iran-Israel Tension, Iraq Military Base Attack,

ইরানের পর ইরাকে বিমান হামলা, সামরিক ঘাঁটিতে ব্যাপক বিস্ফোরণ, ইজরায়েলের উপর হামলার সন্দেহ!

ইরানের পর ইরাকে বিমান হামলা, সামরিক ঘাঁটিতে ব্যাপক বিস্ফোরণ, ইজরায়েলের উপর হামলার সন্দেহ! মধ্যপ্রাচ্য বর্তমানে এক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। ইজরাইল ইরানের উপর হামলা চালানোর পর এখন ইরাকের একটি সামরিক ঘাঁটিতে বিস্ফোরণের খবর সামনে এসেছে।

Advertisment

ইরান-সমর্থিত ইরাকি বাহিনীর উপর মারাত্মক বিমান হামলায় এক জন নিহত হয়েছেন। অস্ত্র, সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলেই জানা গিয়েছে। ইরান ও ইজরায়েলের মধ্যে উত্তেজনার আবহে শনিবার ইরাকের একটি সামরিক ঘাঁটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। সংবাদ সংস্থা সংস্থা এএফপি জানিয়েছে, হামলায় একজন নিহত হয়েছেন, এবং ৮ জন আহত হয়েছেন। টাইমস অব ইজরায়েল দাবি করেছে ইরান-সমর্থিত পপুলার মোবিলাইজেশন ফোর্সের (পিএমএফ) সদর দফতরে বিমান হামলা হয়েছে।

তবে কারা এ হামলা চালিয়েছে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। PMF কর্মকর্তারা হামলার জন্য আমেরিকান সৈন্যদের অভিযুক্ত করেছেন। কিন্তু মার্কিন সেনাবাহিনী এই হামলার অভিযোগ প্রত্যাখ্যান করেছে। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানিয়েছে আমেরিকার সেন্ট্রাল কমান্ড। এ ছাড়া ইজরায়েলও হামলায় তাদের জড়িত থাকার কথা অস্বীকার করেছে।

আইএসআইএসের বিরুদ্ধে লড়াই করার জন্য পিএমএফ তৈরি করা হয়েছিল
২০১৪ সালে ISIS-এর বিরুদ্ধে লড়াই করার জন্য পিএমএফ গঠিত হয়েছিল। এটি এখন ইরাকের নিরাপত্তা বাহিনীর অংশ। এএফপির প্রতিবেদনে বলা হয়, একটি গুদামের ওপর বিমান হামলা চালানো হয়। এ সময় পিএমএফের সরঞ্জাম, অস্ত্র ও সামরিক যানকে টার্গেট করা হয়েছে।

গত কয়েক মাসে ইরাক ও সিরিয়ায় অবস্থানরত মার্কিন সেনাদের ওপর হামলা চালিয়েছে পিএমএফ। সংস্থা বলেছিল, হামাসের বিরুদ্ধে যুদ্ধে আমেরিকা ইসরায়েলকে সমর্থন করছে। এর প্রতিবাদে তারা এই হামলা চালিয়েছে।

অন্যদিকে, শুক্রবার সকালে ইরানের ওপর ইজরায়েলের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিষয়ে ইরানের বিদেশমন্ত্রী হুসেইন আমিরাবদুল্লাহিয়ানের বক্তব্য সামনে এসেছে। তিনি বলেন, ইসফাহান শহরে ইসরাইল যে ড্রোন হামলা চালায় তা আমাদের শিশুদের খেলনার মতো।

ইরানের বিদেশমন্ত্রী বর্তমানে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে রয়েছেন। তিনি বলেন, ইরান বর্তমানে ইজরায়েলে কোনো হামলার পরিকল্পনা করছে না। হুসেইন ইসরাইলকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিলে ইরান পূর্ণ শক্তি দিয়ে তার যোগ্য জবাব দেবে।

সিরিয়ায় ইরানি দূতাবাসে ইসরায়েলি হামলার পর উত্তেজনা বেড়েছে
১ এপ্রিল সিরিয়ায় ইরানের কনস্যুলেটে বিমান হামলা চালায় ইজরাইল। এই হামলায় ইরানের দুই শীর্ষ কমান্ডারসহ ১৩ জন নিহত হয়। এ ঘটনার পর দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে উঠে। হামলার পর ইরান ইজরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুমকিও দেয়।

Iran Israel-Palestine clash
Advertisment