কর্ণাটকের বেঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দরে রাজ্যপাল থাওয়ার চাঁদ গেহলটকে না নিয়েই হায়দ্রাবাদের উদ্দেশে এয়ার এশিয়ার ফ্লাইট। রাজ্যপাল থাওয়ার চাঁদ গেহলট বেঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-২ থেকে হায়দরাবাদে যাওয়ার কথা ছিল।
এ বিষয়ে গভর্নরের প্রটোকল ভঙ্গের অভিযোগ করেছেন। ঘটনা প্রসঙ্গে এয়ার এশিয়ার এক কর্মকর্তা বলেন, 'গভর্নর সময়ের আগেই ভিভিআইপি লাউঞ্জে অপেক্ষা করছিলেন। ভিআইপি লাউঞ্জ থেকে রানওয়েতে পৌঁছানোর সময় বিমানটি হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। এরপর ৯০ মিনিট অপেক্ষার পর গভর্নরকে পরবর্তী বিমানে হায়দ্রাবাদের উদ্দেশ্যে পাঠানো হয়'।
কর্ণাটকের গভর্নর থাওয়ারচাঁদ গেহলটকে না নিয়েই বৃহস্পতিবার কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর (কেএআই) থেকে একটি এয়ারএশিয়া ফ্লাইট উড়ে যাওয়ায় ঘটে চরম বিপত্তি। জানা গিয়েছে এই সময় বিমানবন্দরের লাউঞ্জে ছিলেন গভর্নর। গভর্নরের 'প্রটোকল অফিসাররা' বিমানবন্দর থানায় অভিযোগ দায়ের করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বলেন, 'গভর্নরের প্রটোকল কর্মকর্তারা বিমানবন্দর থানায় অভিযোগ দায়ের করেছেন'।
ঘটনা প্রসঙ্গে এয়ারএশিয়া এক বিবৃতিতে বলেছে, 'এই ঘটনায় আমরা গভীরভাবে দুঃখিত। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে'। রাজ্যপাল থাওয়ার চাঁদ গেহলট বৃহস্পতিবার দুপুর দেড়টায় বিমানবন্দরে পৌঁছান এবং টার্মিনাল ১-এর ভিভিআইপি লাউঞ্জে বসেছিলেন। এয়ারলাইন্সের গ্রাউন্ড স্টাফদের তাঁর আসার বিষয় জানানো হয়। এয়ার এশিয়ার এই ফ্লাইটটি দুপুর ২টো বেজে ৫০ মিনিটে ওড়ার কথা ছিল। গভর্নর টার্মিনাল ১ থেকে ২.০৬মিনিটে টার্মিনাল ২- এ পৌঁছান, কিন্তু এয়ারলাইন্সের কর্মীরা বিলম্বের কারণ দেখিয়ে তাকে বিমানে চড়তে দেয়নি।