করোনা আক্রান্ত অজিত পাওয়ার, ভর্তি হাসপাতালে

করোনা পরীক্ষার রিপোর্ট আসলে দেখা যায় তিনি কোভিড-১৯ পজিটিভ। পরীক্ষার ফলাফল ইতিবাচক হতেই তাঁকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়।

করোনা পরীক্ষার রিপোর্ট আসলে দেখা যায় তিনি কোভিড-১৯ পজিটিভ। পরীক্ষার ফলাফল ইতিবাচক হতেই তাঁকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। এদিন করোনা পরীক্ষার রিপোর্ট আসলে দেখা যায় তিনি কোভিড-১৯ পজিটিভ। পরীক্ষার ফলাফল ইতিবাচক হতেই তাঁকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার তিনি নিজেই টুইট করে জানান সে খবর।

Advertisment

টুইটে তিনি লেখেন, "আমার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। আমার শরীর ঠিক আছে। কিন্তু চিকিৎসকের পরামর্শ মেনে সতর্কতা অবলম্বন করতেই ব্রিজ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছি। আমি সকল নাগরিক, সমস্ত রাজনৈতিক দলের নেতাকর্মী, অফিসার এবং কর্মীদের আমার সম্পর্কে উদ্বিগ্ন না হওয়ার জন্য অনুরোধ করছি। আমি কয়েকদিন বিশ্রাম নেওয়ার পর আবার কাজে ফিরে আসব।"

Advertisment

প্রসঙ্গত, দেশের মধ্যে মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। তবে রাজ্য প্রশাসনের শীর্ষ পদাধিকারির করোনায় আক্রান্তের ঘটনা এই প্রথম। তবে গত কয়েকদিন দৈনিক সংক্রমণের নিরিখে মহারাষ্ট্রে কোভিড আক্রান্তের সংখ্যা অনেকটা কমেছে। অন্যদিকে, দিল্লি ও কলকাতায় বেড়েছে করোনা সংক্রমণ। রেকর্ড বৃদ্ধি হচ্ছে কেরলেও।

Read the story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus