Advertisment

Mughal Emperor Akbar: 'মুঘল সম্রাট আকবর ধর্ষক, ভারতে তাঁর নাম উচ্চারণও পাপ', শিক্ষামন্ত্রীর দাবিতে তুমুল শোরগোল

Rajasthan school education minister Madan Dilawar: কেন এমন দাবি রাজস্থানের স্কুল শিক্ষা মন্ত্রীর

author-image
IE Bangla Web Desk
New Update
Akbar was a rapist says Rajasthan school education minister Madan Dilawar , মুঘল সম্রাট আকবর ধর্ষক দাবি রাজস্থানের স্কুল শিক্ষামন্ত্রী মদন দিলাওয়ারের

মুঘল সম্রাট আকবরকে নিয়ে বিতর্কিত মন্তব্য রাজস্থানের শিক্ষামন্ত্রী।

Rajasthan school education minister On Mughal Emperor Akbar: রাজস্থানের স্কুল শিক্ষামন্ত্রী মদন দিলাওয়ার মঙ্গলবার মুঘল সম্রাট আকবরকে একজন 'ধর্ষক' বলে দাবি করেছেন। পাশাপাশি তিনি বলেছেন, 'ভারতে তাঁর (মুঘল সম্রাট আকবর) নাম নেওয়া মহাপাপ।'

Advertisment

সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে মন্ত্রী দিলওয়ার বলেছেন, 'আমরা যখন স্কুলে পড়তাম, তখন আমরা পড়তাম যে আকবর মহান ছিলেন। আমিও একইভাবে পড়াশোনা করেছি। কিন্তু আমি এটাও শুনেছি যে তিনি মীনা বাজার বসাতেন, সুন্দরী যুবতী ও মহিলাদের তুলে নিয়ে যেতেন এবং জোর করে ধর্ষণ করতেন।”

গত কয়েকদিন ধরেই রাজস্থানে সিলেবাস বদল নিয়ে আলোচনা চলছে। সেই প্রসঙ্গেই নিজের বক্তব্য পেশ করতে গিয়ে মুঘল সম্রাট আকবরের প্রসঙ্গ টেনে আনেন স্কুল শিক্ষামন্ত্রী।

মন্ত্রী মদন দিলাওয়ারের বক্তব্য, 'একজন ধর্ষক কিভাবে মহান হতে পারে? ভারতে আকবরের নাম নেওয়া পাপ। আকবর একজন আক্রমণকারী ছিলেন এবং ভারতবাসীর সঙ্গে তাঁর কোনও সম্পর্ক ছিল না। মহারাণা প্রতাপ এবং আকবরের মধ্যে যুদ্ধ হয়েছিল। মহারাণা প্রতাপ সবসময়ে দেশের জন্য লড়াই করেছিলেন। এমন এক মানুষের বিরুদ্ধে আকবর যুদ্ধ ঘোষণা করেছিলেন। তাই তিনি কি কখনও দেশের ভাল চাইতে পারেন?'

আরও পড়ুন- Gaganyaan Mission: ‘গগনযান’-এ যাচ্ছেন কোন ৪ মহাকাশচারী? ঘোষণা মোদীর

গত সপ্তাহে, দিলাওয়ার কোটা জেলার একটি সরকারি স্কুল থেকে দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করার পরে সংবাদের চর্চায় ছিলেন। ওই দুই বরখাস্ত শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ যে, তাঁরা ধর্মীয় রূপান্তর এবং লাভ জিহাদ-এর মত কার্যকলাপের সঙ্গে জড়িত।

বিষয়টি নিয়ে মন্ত্রী একটি ভিডিও বিবৃতি প্রকাশ করেন। তাতে বলা হয়েছে, 'আমরা তথ্য পেয়েছি যে মাধ্যমিক বিদ্যালয়ের একটি হিন্দু মেয়ের নাম পরিবর্তন করে মুসলিম নামকরণ করা হয়েছে। এলাকায় ধর্মান্তরিতকরণ ও লাভ জিহাদের ষড়যন্ত্র চলছে। আমরা তথ্য পেতেই পদক্ষেপ করেছি এবং দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছি। অন্য একজন শিক্ষকের বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্তের পর, যদি দেখা যায় যে তিনিও এই কাজের সঙ্গে জড়িত ছিলেন, তবে মোট তিনজনকে চাকরি থেকে বরখাস্ত করা হবে।'

আরও পড়ুন- Sidhu Moose Wala Mother Pregnant: সিধুর স্বপ্ন বুকে আঁকড়ে বাবা-মা! শীঘ্রই নিহত গায়কের পরিবারে নতুন সদস্য

rajasthan Education Minister
Advertisment