মহন্ত নরেন্দ্র গিরির রহস্যমৃত্যুর জট খুলবে সাতা পাতার সুইসাইড নোট! আটক প্রধান শিষ্য

সোমবারই প্রয়াগরাজে বাঘমবারি মঠে দেহ উদ্ধার হয়েছে মহন্ত নরেন্দ্র গিরির।

সোমবারই প্রয়াগরাজে বাঘমবারি মঠে দেহ উদ্ধার হয়েছে মহন্ত নরেন্দ্র গিরির।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

মহন্ত নরেন্দ্র গিরি

সোমবারই প্রয়াগরাজে বাঘমবারি মঠে দেহ উদ্ধার হয়েছে মহন্ত নরেন্দ্র গিরির। অখিল ভারতীয় আখাড়া পরিষদ, ভারতের সাধু-সন্তদের সর্বোচ্চ সংগঠনের সভাপতির রহস্যমৃত্যুতে সন্দেহ দানা বেঁধেছে। পুলিশ জানিয়েছে, একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে মৃতদেহের কাছ থেকে।

Advertisment

সাত পাতার সেই নোটে মহন্ত তাঁর শিষ্য তথা যোগগুরু আনন্দ গিরি এবং আর দুজনকে নিজের মৃত্যুর জন্য দায়ী করেছেন। তাতেই শোরগোল পড়ে গিয়েছে। উত্তরপ্রদেশের ডিজিপি মুকুল গোয়েল জানিয়েছেন, সেই নোটটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

অতিরিক্ত ডিজি (আইনশৃঙ্খলা) প্রশান্ত কুমার বলেছেন, উত্তরপ্রদেশ পুলিশের একটি টিম হরিদ্বারে পৌঁছেছে। সেখানেই আনন্দ গিরিকে আটক করা হয়েছে। তিনি আরও জানান, সোমবার বিকেল ৫.২০ নাগাদ মহন্তের এক শিষ্য পুলিশকে খবর দেন এবং জানান, মহন্তের দেহ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল। বাঘমবারি মঠের বাসভবনেই দেহ উদ্ধার হয় মহন্তের। শিষ্য পুলিশকে জানান, তাঁরা দড়ি কেটে দেহ নীচে নামান।

Advertisment

২০১৬ সালে নরেন্দ্র গিরি আখাড়া পরিষদের দায়িত্ব নেন। তাঁর কার্যকালেই আখাড়া ভুয়ো সাধুদের তালিকা প্রকাশ করে শোরগোল ফেলে দেয়। ২০১৯ সালে নরেন্দ্র গিরি দ্বিতীয়বার আখাড়ার প্রধান নির্বাচিত হন। এবছর এপ্রিলে মহাকুম্ভের সময় নরেন্দ্র গিরি করোনায় আক্রান্ত হন। গত কয়েক মাস ধরে মহন্ত প্রকাশ্যে আনন্দ গিরির সঙ্গে সংঘাতে জড়ান। দুপক্ষই একে অপরকে তহবিল তছরুপ নিয়ে দোষারোপ করতে থাকেন।

মহন্ত জানিয়েছিলেন, আনন্দ গিরিকে নিরঞ্জনী আখাড়া থেকে বহিষ্কার করা হয়েছে কারণ, তিনি আখাড়ার ঐতিহ্যের বিরুদ্ধে গিয়ে নিজের পরিবারের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। এদিকে, আনন্দ গিরি আবার মহন্তের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ আনেন। পরে অবশ্য ক্ষমাও চেয়ে নেন। মহন্তের মৃত্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু যোগী আদিত্যনাথ, অখিলেশ যাদব-সহ অনেকেই শোকজ্ঞাপন করে টুইট করেন।

আরও পড়ুন কাপড় দিয়ে যায় চেনা! গান্ধিজি আর রাখি সাওয়ান্তকে এক করলেন বিধানসভার অধ্যক্ষ

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Mahant Narendra Giri Akhara Parishad