Advertisment

স্বস্তিতে আলাপন, CAT-এর মামলা সরানোর আবেদন নাকচ হাইকোর্টে

মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টার বিরুদ্ধে চলা মামলা দিল্লিতে সরিয়ে নিয়ে যেতে পারবে না সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল।

author-image
IE Bangla Web Desk
New Update
Alapan Banerjee get relief, CAT do not transfer case in delhi, dirests Calcutta Highcourt

কলকাতা হাইকোর্টের রায়ে স্বস্তিতে আলাপন বন্দ্যোপাধ্যায়।

কলকাতা হাইকোর্টের রায়ে স্বস্তিতে আলাপন বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টার বিরুদ্ধে চলা মামলা দিল্লিতে সরিয়ে নিয়ে যেতে পারবে না সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল (CAT)। এদিন এমনই জানিয়েছে কলকাতা হাইকোর্ট। আলাপনের বিরুদ্ধে চলা মামলা দিল্লিতে স্থানান্তরের সিদ্ধান্ত নেয় সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতের দ্বারস্থ হন রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

Advertisment

চলতি বছরের ২৮ মে রাজ্যে এসে ইয়াস-ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকা পরিদর্শনের পর পর্যালোচনা বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডায় পর্যালোচনা বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেই বৈঠকে যোগ দেননি তৎকালীন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যেপাধ্যায়। আলাপনের সেই পদক্ষেপের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে কেন্দ্র।

তড়িঘড়ি আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে বদলি করা হয়। যদিও শেষমেশ অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। তবে তাঁর বিরুদ্ধে ডিসিপ্লিনারি প্রসিডিং শুরু করে কর্মীবর্গ দফতর। কেন্দ্রের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের কলকাতা বেঞ্চের দ্বারস্থ হন আলাপন বন্দ্যোপাধ্যায়। পরে মামলাটি দিল্লিতে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন- রাজ্যের ২৩ জেলায় ডিজেলের সেঞ্চুরি, কলকাতায় আরও দামী পেট্রোল

সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে এরপর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন আলাপন বন্দ্যোপাধ্যায়। অবশেষে হাইকোর্টের নির্দেশে স্বস্তিতে রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব। মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টার বিরুদ্ধে চলা মামলা দিল্লিতে সরিয়ে নিয়ে যেতে পারবে না সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল। এদিন আলাপন বন্দ্যোপাধ্যায়ের মামলা স্থানান্তরের রায় খারিজ করে দিয়ে জানিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

ইন্ডিয়ানএক্সপ্রেসবাংলাএখনটেলিগ্রামে, পড়তেথাকুন

Cat Calcutta High Court Alapan Banerjee
Advertisment