Advertisment

করোনা আক্রান্ত মধ্য এশিয়া থেকে আসা দুই ভারতীয়, পরিস্থিতি উদ্বেগজনক, জানাল কেরালা

বৃহস্পতিবার আবু ধাবি থেকে কোচিতে আসা ২৪ বছরের এক তরুণের দেহে করোনা ভাইরাসের ইতিবাচক সাড়া মেলে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ছবিসূত্র- কেরালা সরকার

লকডাউনে বিদেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরাতে প্রথম উড়ান কেরালা থেকে পাঠান হয় মধ্য এশিয়ায়। সেই উড়ানে কেরালায় আসা দুই ব্যক্তির দেহে পাওয়া গেল কোভিড-১৯ ভাইরাসের উপস্থিতি।

Advertisment

বৃহস্পতিবার আবু ধাবি থেকে কোচিতে আসা ২৪ বছরের এক তরুণের দেহে করোনা ভাইরাসের ইতিবাচক সাড়া মেলে। অন্যদিকে সে রাত্রেই দুবাই থেকে কোঝিকোরে আসা ৩৯ বছরের এক ব্যক্তির দেহেও করোনা ভাইরাস পাওয়া যায়। দুবাই এবং আবু ধাবি থেকে আসা প্রত্যেক উড়ানেই ছিলেন ১৮১ জন।

সাংবাদিক বৈঠকে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেন যে এই ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এর থেকে এটা স্পষ্ট যে ওই দুই আক্রান্ত ব্যক্তি রাজ্যে প্রবেশের আগেই ভাইরাস দ্বারা আক্রান্ত ছিলেন। তিনি এও বলেন যে, নতুন আক্রান্ত এটাই ইঙ্গিত করছে যে রাজ্যেই কেবল করোনা রুখলে হবে না। সীমান্ত এবং যারা রাজ্যে আসছেন তাঁদের মাধ্যমে রাজ্যে যাতে সংক্রমণ না বৃদ্ধি পায় তার জন্য আরও জোরদার করতে হবে প্রতিরোধমূলক ব্যবস্থা।

প্রসঙ্গত, কেরালা সরকারের কাছে ইতিমধ্যে প্রায় ৪ লক্ষ ১৩ হাজার আবেদন নথিভুক্ত হয়েছে যারা বিদেশ থেকে দেশে ফিরতে চায়। যদিও কেরালার মুখ্যমন্ত্রী বলেন যে বিদেশে আটকে পড়া ভারতীয়দের স্বাস্থ্য পরীক্ষা না করে দেশে ফিরিয়ে আনা ঝুঁকিপূর্ণ। যদিও যারা ফিরে আসছে তাঁদের আগাম স্বাস্থ্য পরীক্ষার কোনও ব্যবস্থা এখনও করা হয়নি।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus
Advertisment