Advertisment

গীতা, রামচরিতমানস পড়ায় মার খেলেন সংখ্যালঘু

দীর্ঘ কয়েক দশক যাবত নিজের বাড়িতে নিয়মিত গীতা ও রামচরিত মানস পাঠ করে আসছেন দিলশের। তাঁর পরিবারের অভিযোগ, এর আগে একাধিকবার এই বিষয়ে দিলশেরকে হুমকি দিয়েছিল ধৃতরা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

পুলিশে অভিযোগ করেছেন আক্রান্ত ব্যক্তি

অন্য ধর্মের মানুষ হয়েও তিনি প্রতিদিন নিয়ম করে ভগবত গীতা এবং রামচরিতমানস পাঠ করতেন। সেই অপরাধে উত্তরপ্রদেশের আলিগড়ের বাসিন্দা দিলশের খানকে মারধর করার অভিযোগ উঠল তাঁর সম্প্রদায়েরই কিছু ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ, হামলাকারীরা দিলশেরের বাড়িতে রাখা ভগবত গীতা ও রামচরিতমানস প্রথমে ছিঁড়ে দেয় এবং পরে সেগুলি নিয়েই চম্পট দেয়।

Advertisment

স্থানীয় সূত্রের খবর, দীর্ঘ কয়েক দশক যাবত নিজের বাড়িতে নিয়মিত গীতা ও রামচরিতমানস পাঠ করে আসছেন দিলশের। বৃহস্পতিবার সকালেও ওই দুই ধর্মগ্রন্থ নিয়ে বসেছিলেন তিনি। সেই সময় মহম্মদ সমীর ও জাকির নামে দুই স্থানীয় বাসিন্দা তাঁর বাড়িতে ঢুকে তাঁকে মারধর শুরু করে।

দিলশেরের আত্মীয় এবং প্রতিবেশীরা হামলাকারীদের বাধা দেওয়ার চেষ্টা করেন। বাধার মুখে ওই দুষ্কৃতি এলাকা ছেড়ে চলে যায়। এরপর স্থানীয় দিল্লি গেট থানায় সমীর ও জাকিরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন দিলশের। পুলিশ দুই ব্যক্তিকেই গ্রেফতার করে শুক্রবার আদালতে পেশ করে। তাদের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। তদন্তকারী পুলিশ আধিকারিক ইন্দ্রেশ পাল সিং সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে পাঁচটি ধারায় মামলা দায়ের করা হয়েছে।

দিলশের জানান, তিনি কোনও ধর্মীয় কারণে ওই গ্রন্থ দুটি পাঠ করেন না। প্রতিদিন গীতা ও রামচরিতমানস পড়লে তিনি অন্তরে শান্তি পান। দিলশেরের পরিবারের অভিযোগ, এর আগে একাধিকবার এই বিষয়ে দিলশেরকে হুমকি দিয়েছিল ধৃতরা।

Advertisment