অবশেষে ভাঙড় কাণ্ডে সবকটি মামলায় জামিন পেলেন সিপিআইএমএল রেড স্টার নেতা তথা জমি, জীবিকা, বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির মুখপাত্র অলীক চক্রবর্তী। মঙ্গলবার তাঁর জামিনের নির্দেশ দেয় বারুইপুর আদালত। জানা গিয়েছে, ভাঙড় কাণ্ডে তাঁর বিরুদ্ধে ৩৫ টি মামলা ছিল। এর আগে রাষ্ট্রদ্রোহিতা (ইউএপিএ) মামলায় জামিন পেয়েছিলেন তিনি। এদিন তৃণমূল নেতা আসিকুর রহমান ওরফে বাবু সোনা খুনের ঘটনায় ব্যাক্তিগত ১০ হাজার টাকার বন্ডে অলীকের জামিন মঞ্জুর করেন বারুইপুর মহকুমা আদালতের জেলা অতিরিক্ত দায়রা বিচারক পরেশ কর্মকার। জামিন পেলেও ভাঙড়, কাশীপুর ও রাজারহাট থানা এলাকায় ঢুকতে পারবেন না অলীক চক্রবর্তী।
নকশাল নেতা অলীক চক্রবর্তী পুলিশ হেফাজাতে থাকার সময় গুরুতর অসুস্থ অবস্থায় কলকাতার বেলভিউ হাসপাতালে ভর্তি হন। সেখান থেকে আজ তাঁকে বারুইপুর মহকুমা আদালতে নিয়ে যাওয়া হয়। সেখানে কিছু নথিপত্রে স্বাক্ষর করে মুক্তি পান তিনি।
ভাঙড় আন্দোলনের প্রধান নেতা অলীক চক্রবর্তীর মুক্তির ঘটনায় ভাঙড়ের পোলেরহাট ২ নং অঞ্চলের পাওয়ার গ্রিড এলাকায় আবীর মেখে উৎসবে মেতেছে গোটা এলাকা। খুশিতে ডিজে সাউন্ড বক্স চালিয়ে নাচ গান করলেন গ্রামের আন্দোলনকারী যুবকরা। এ বিষয়ে জমি কমিটির যুগ্ম সম্পাদক মির্জা হাসান বলেন, "আরো একটা উল্লেখযোগ্য জয় ছিনিয়ে নিলো ভাঙড় আন্দোলন।" তিনি আরো বলেন, "আমরা আশা করছি আগামী দিনে দমনের বদলে সরকার আলাপ আলোচনার মধ্য দিয়ে সমস্যা সমাধানে উদ্যোগী হবে।"
গত ৩১ মে ভুবনেশ্বর থেকে অলীক চক্রবর্তী কে গ্রেফতার করে জেলা পুলিশের বিশেষ টিম। ভুবনেশ্বর আদালত থেকে ট্রানজিট রিমান্ডে এই রাজ্যে নিয়ে এসে তাঁকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়। সেখান থেকে তাঁকে ১৪ দিনের পুলিশ হেফাজত ও ৩ দিনের সিআইডি হেফাজতের পর আবারও পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। এর মাঝে গুরুতর অসুস্থতার জন্য কলকাতার বেসরকারি হাসপাতালে দু বার ভর্তি করা হয় অলীককে। এর মধ্যে অলীকের বিরুদ্ধে থাকা ৩৫ টি মামলার মধ্যে ইউএপিএ সহ ৩৪ টি মামলাতে জামিন পান। মঙ্গলবার তৃণমূল নেতা খুনের ঘটনার মামলায় ব্যাক্তিগত ১০ হাজার টাকার বন্ডে জামিন পান ।
আরও পড়ুন, Bhangar Update: অলীক চক্রবর্তীর পর কে?
অলীকের মুক্তি পাওয়া ঘটনায় উজ্জীবিত সিপিআইএমএল (রেড স্টার)। তাঁদের দলের রাজ্য সম্পাদক প্রদীপ সিংহ ঠাকুর এক প্রেস বিবৃতি দিয়ে বলেন, "রেড স্টারের পলিটব্যুরোর সদস্য ও ভাঙড় আন্দোলনের প্রধান সংগঠক অলীক চক্রবর্তীর মুক্তি চলমান ভাঙড় আন্দোলনের এক উল্লেখযোগ্য জয়।"