Advertisment

ঘুরিয়ে দেওয়া হয়েছে চিড়িয়াখানার সামনের রাস্তা, জোরকদমে চলছে ফুটব্রিজের কাজ

আলিপুর চিড়িয়াখানার সামনে তৈরি হচ্ছে ফুটব্রিজ। পুরোদমে চলছে এই কাজ। চিড়িয়াখানার দর্শনার্থীদের সুবিধের কথা মাথায় রেখেই নির্মিত হচ্ছে ক্রেসাল মাউন্টেড প্রি-ফেব্রিকেটেড স্টিলের এই ব্রিজ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ছবি- কলকাতা পুরসভার সৌজন্যে।

আলিপুর চিড়িয়াখানার সামনে তৈরি হচ্ছে ফুটব্রিজ। ফলে আপাতত ন্যাশনাল লাইব্রেরি ও রেস কোর্স সংলগ্ন ক্রসিংয়ে যানচলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবারের আগে স্বাভাবিক হবে না। চিড়িয়াখানার দর্শনার্থীদের সুবিধার্থেই তৈরি হচ্ছে প্রায় ৩০মিটার দৈর্ঘ্যের ও ৬ মিটার উচ্চতার প্রি-ফ্যাব্রিকেটেড স্টিলের ব্রিজ।

Advertisment

যদিও রবিবার অর্থাৎ আজ ট্র্যাফিকের সমস্যা নেই বলেই জানিয়েছেন কলকাতা ট্রাফিক কন্ট্রোল। তবে কাজের সুবিধার জন্য ন্যাশনাল লাইব্রেরির পাশ দিয়ে ডায়মন্ড হারবারের সমস্ত গাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে ডি এল খান রোডের দিকে। দক্ষিণগামী গাড়িগুলি চলাচল করছে হেস্টিংস ও খিদিরপুর দিয়ে।

publive-image ফুটব্রিজের কাজের জন্য মঙ্গলবার পর্যন্ত বন্ধ থাকবে যানচলাচল। ছবি- জয়প্রকাশ দাস

কলকাতা পুলিশ ও কলকাতা পুরসভার যৌথ সমীক্ষার পর আলিপুর চিড়িয়াখানার সামনে ফুটব্রিজ তৈরি করার উদ্যোগ নেয় রাজ্য সরকার। গত শনিবার থেকে শুরু হয়েছে সেই ব্রিজ বানানোর কাজ। "প্রত্যেক বছর ভরা মরশুমে প্রায় ৭৫-৮০ হাজার মানুষ চিড়িয়াখানায় আসে। সেই সময় রাস্তা পারাপার করার সময় দুর্ঘটনার সম্ভবনা থেকেই যায়। যান চলাচল রীতিমতো ব্যহত হয় এবং ট্রাফিক স্লথ হয়ে যায়। এই সমস্ত সমস্যার সুরাহা করতেই তৈরি হচ্ছে এই ফুটব্রিজ"। এমনটাই জানালেন কলকাতা পুরসভার ডিজি/পিপিপি মৈণাক মুখোপাধ্যায়।

আরও পডুন, মহেশতলা বিধানসভা উপনির্বাচন, ভোটপর্ব ১১ ঘণ্টা

ব্রিজ বানানোর আওয়াজে চিড়িয়াখানার পশুদের সমস্যা হতে পারে। একথা মাথায় রেখে কারখানা থেকে তৈরি করে আনা যন্ত্রাংশ জুড়ে দেওয়া হচ্ছে সেখানে। এরপর ব্রিজের দুপাশে চলমান সিঁড়ি বসানোর পরিকল্পনাও রয়েছে। সিসিটিভি-র নজরদারি থাকবে ব্রিজের উপর। আগামী দু-মাসের মধ্যে ব্রিজটি চালু হওয়ার কথা।

Advertisment