Bilkis Bano Case: সুপ্রিম নির্দেশে জেলে ফিরল ধর্ষকরা, বিরাট স্বস্তিতে বিলকিস বানো

সুপ্রিম নির্দেশে ফের জেলে ফিরতে হল বিলকিস ধর্ষকদের। গতকাল গভীর রাতে আত্মসমর্পণ করে বিলকিস বানো গণধর্ষণ মামলার দোষীরা। গভীর রাতেই তাদের পাঠানো হয়েছে গোধরা জেলে।

সুপ্রিম নির্দেশে ফের জেলে ফিরতে হল বিলকিস ধর্ষকদের। গতকাল গভীর রাতে আত্মসমর্পণ করে বিলকিস বানো গণধর্ষণ মামলার দোষীরা। গভীর রাতেই তাদের পাঠানো হয়েছে গোধরা জেলে।

author-image
IE Bangla Web Desk
New Update
Bilkis Bano Case, Godhra jail, surrender, Gujrat News, Supreme Court, Gang Rape, Gujarat Government, Godhra, Panchmahal, Gujarat,

বিলকিস বানো গণধর্ষণ মামলার ১১ অভিযুক্ত রবিবার গভীর রাতে গুজরাটের পঞ্চমহল জেলার গোধরা জেলে আত্মসমর্পণ করেছে। সুপ্রিম কোর্টের নির্ধারিত সময়সীমা অনুসরণ করে সকলেই তারা আত্মসমর্পণ করেন।

সুপ্রিম নির্দেশে ফের জেলে ফিরতে হল বিলকিস ধর্ষকদের। গতকাল গভীর রাতে আত্মসমর্পণ করে বিলকিস বানো গণধর্ষণ মামলার দোষীরা। গভীর রাতেই তাদের পাঠানো হয়েছে গোধরা জেলে। বিলকিস বানো গণধর্ষণ মামলার ১১ অভিযুক্ত রবিবার গভীর রাতে গুজরাটের পঞ্চমহল জেলার গোধরা জেলে আত্মসমর্পণ করেছে। সুপ্রিম কোর্টের নির্ধারিত সময়সীমা অনুসরণ করে সকলেই তারা আত্মসমর্পণ করেন।

Advertisment

এই মামলায় ১১ জন দোষীকে গুজরাট সরকারের মুকুবের সিদ্ধান্তকে বাতিল করে সুপ্রিম কোর্ট। ৮ জানুয়ারি এই নিয়ে একটি গুরুত্বপূর্ণ রায় দেয় শীর্ষ আদালত। এর সঙ্গে আদালত ২০২২ সালের স্বাধীনতা দিবসে মুক্তিপ্রাপ্ত আসামিদের দুই সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল। কয়েকদিন আগে, সুপ্রিম কোর্ট অপরাধীদের আত্মসমর্পণের জন্য আরও সময় দেওয়ার বিষয়ে আবেদন খারিজ করে দেয় এবং রবিবারের মধ্যে আত্মসমর্পণ করতে বলেছিল।

আরও পড়ুন : < Bharat Jodo Nyay Yatra: মন্দিরে কে যাবেন তাও কি মোদী ঠিক করবেন? প্রশ্ন তুলে সরব রাহুল >

এই ১১ জন দোষীর মধ্যে রয়েছেন বাকাভাই ভোহানিয়া, বিপিন চন্দ্র জোশী, কেসারভাই ভোহানিয়া, গোবিন্দ, যশবন্ত, মিতেশ ভাট, প্রদীপ মোর্ধিয়া, রাধেশ্যাম শাহ, রাজুভাই সোনি, রমেশ এবং শৈলেশ ভাট। ২০০২ সালের ফেব্রুয়ারিতে গোধরা ট্রেনে আগুন দেওয়ার পর গুজরাটে ব্যাপক সাম্প্রদায়িক দাঙ্গার সময় বিলকিস বানোর বয়স ছিল ২১ বছর এবং পাঁচ মাসের গর্ভবতী। সে সময় তাকে গণধর্ষণ করা হয় এবং তার তিন বছরের মেয়ে সহ তার পরিবারের সাত সদস্যকে হত্যা করা হয়।

Bilkis Bano