Advertisment

আফগান থেকে উদ্ধার ৭৮ জন কোভিড নেগেটিভ! আইটিবিপির দাবিতে ট্যুইট মুছলেন বিজেপি নেতা

Kabul Update: বিজেপির মুখপাত্র আরপি সিং মঙ্গলবার ট্যুইট করে দাবি করেছিলেন আফগানিস্তান থেকে এদেশে আসা ৩ জন করোনা সংক্রমিত।

author-image
IE Bangla Web Desk
New Update

Kabul Update: বিজেপির মুখপাত্র আরপি সিং মঙ্গলবার ট্যুইট করে দাবি করেছিলেন আফগানিস্তান থেকে এদেশে আসা ৩ জন করোনা সংক্রমিত। যাদের মধ্যে দুই জন শিখ এবং একজন হিন্দু রয়েছে। সূত্রের খবর, এঁদের হাত দিয়েই আফগান মুলুক থেকে গুরুগ্রন্থ সাহিবের তিনটি খণ্ড নিরাপদে ভারতে আনা গিয়েছে। এদিকে, বিজেপি মুখপাত্রের ট্যুইট ঘিরে মঙ্গলবার দিনভর আশা-আশঙ্কার দোলাচল। সেই আশঙ্কা বুধবার দূর করলেন আইটিবিপি  তথা ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ। আইটিবিপির মুখপাত্র বুধবার বলেছেন, ‘আফগানিস্তান থেকে ভারতে উদ্ধার করে আনা ৭৮ জনই করোনা নেগেটিভ। তাঁদের দিল্লির চাওলার আইটিবিপি ক্যাম্পে ১৪ দিনের আবশ্যিক কোয়ারান্টিনে রাখা হয়েছে।‘  জানা এই ৭৪ জনের মধ্যে ৪৬ জন শিখ এবং হিন্দু সম্প্রদায়ভুক্ত।

Advertisment

আইটিবিপি মুখপাত্রের দাবির পরেই নিজের ট্যুইট সরিয়ে দেন বিজেপি নেতা আরপি সিং। মঙ্গলবার ট্যুইতে তিনি লিখেছিলেন, ‘ধর্মেন্দ্র সিং, কুলরাজ সিং এবং হিম্মত সিং, যারা গুরু গ্রন্থ সাহিবকে আফগানিস্তান থেকে সযত্নে দেশে ফিরিয়ে এনেছেন, তাঁরা করোনা সংক্রমিত। তাঁদের কোয়ারান্টিন সেন্টারে রাখা হয়েছে। আমি তাঁদের দ্রুত আরোগ্য কামনা করি।‘ 

কিন্তু আইটিবিপির মুখপাত্র বিবেক পাণ্ডের দাবিতে দূর হয় বিভ্রান্তি। এদিকে, আফগান নাগরিকরা কেবলমাত্র ই-ভিসা নিয়েই ভারতে থাকতে পারবেন বলে বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক৷ বুধবার স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জারি করা ওই নির্দেশিকায় আরও জানানো হয়েছে, এর আগেও যে আফগান নাগরিকরা ভারতের ভিসা পেয়েছেন, তাঁরা বর্তমানে ভারতে না থাকলেও তাঁদেরও নয়া এই নিয়ম মানতে হবে৷ উল্লেখ্য, আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক৷ সেই কারণেই সেই দেশ থেকে নাগরিকদের ফেরাচ্ছে ভারত৷ ভারতীয়দের পাশাপাশি বহু আফগান নাগরিকও আফগান মুলুক ছেড়ে পালাতে চাইছেন৷ আফগানদের জন্য ই-ইমার্জেন্সি এক্স-মিস্ক ভিসা প্রক্রিয়া চালু করেছে বিদেশমন্ত্রক৷ আফগানদের সুবিধা দিতেই এই উদ্যোগ ভারত সরকারের৷ এছাড়াও ভারতে থাকতে ইচ্ছুক আফগান নাগরিকরা ই-ভিসার জন্য আবেদন করতে http://www.indianvisaonline.gov.in সাইট দেখতে পারেন বলে জানানো হয়েছে৷

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন  টেলিগ্রামে, পড়তে থাকুন

Kabul Update Afghanisthan Today ITBP bjp
Advertisment