সমঝোতা এক্সপ্রেসে বিস্ফোরণের ঘটনায় চারজন অভিযুক্তকেই মুক্তি দিয়ে দিল এনআইএ-র বিশেষ আদালত। পাঁচকুলায় আদালত পাকিস্তানি সাক্ষীদের সাক্ষ্যগ্রহণের আবেদনও নাকচ করে দিয়েছে। পাকিস্তানের বাসিন্দা রহিলা ওয়াকিল গত ১১ মার্চ তাঁর আইনজীবী মোমিন মালিকের মাধ্যমে এই আবেদন করেছিলেন।
এনআইএ-র কৌঁশুলি আর কে হাণ্ডা বলেছেন, এনআইএ-র বিশেষ আদালত সিদ্ধান্তে এসেছে যে তদন্তকারী সংস্থা কোনও রকম ষড়যন্ত্রের অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে এবং অভিযুক্তদের বেনিফিট অফ ডাউট দেওয়ার কথা বলেছে।
আরও পড়ুন, সমঝোতা এক্সপ্রেস বিস্ফোরণ: কারা অভিযুক্ত, কী ছিল চার্জশিটে
২০০৭ সালের সমঝোতা এক্সপ্রেসে আইইডি বিস্ফোরণে অন্তত ৬৮ জনের মৃত্যু হয়। এঁদের মধ্যে ৪৩ জন পাক নাগরিক। এনআইএ তাদের চার্জশিটে অভিযুক্ত হিসেবে ৮ জনের নাম উল্লেখ করেছিল।
এদের মধ্যে নবকুমার সরকার ওরফে স্বামী অসীমানন্দ, লোকেশ শর্মা, কমল চৌহান এবং রাজিন্দর চৌধরি আদালতের সামনে হাজির হয়। হামলার মূল চক্রী সুনীল জোশী ২০০৭ সালের ডিসেম্বর মাসে নিহত হয়।
অন্য অভিযুক্ত রামচন্দ্র কালসাংরা, সন্দীপ ডাঙ্গে এবং অমিত এখনও পলাতক এবং তাদের অপরাধী হিসেবে ঘোষণা করা হয়েছে।
২০১০ সাল থেকে পাঁচকুলার এনআইএ আদালতে এই মামলা চলছে এবং এই আদালতে ২৯৯ জন সাক্ষীর মধ্যে মোট ২২৪ জন সাক্ষ্যদান করেছেন।
সমঝোতা এক্সপ্রেস, বা আটারি এক্সপ্রেস প্রতি বুধ ও রবিবার ভারতের দিল্লি এবং আটারি থেকে পাকিস্তানের লাহোর পর্যন্ত যাতায়াত করে।
Read the Full Story in English