Advertisment

মহিলারাই চালাবেন সান ফ্রান্সিসকো-বেঙ্গালুরুর প্রথম উড়ান

মন্ত্রী হরদীপ সিং পুরি জানিয়েছেন, মহিলা ককপিট ক্রু শনিবার উদ্বোধন করা সান ফ্রান্সিসকো-বেঙ্গালুরু বিমান পরিচালনা করবেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ঐতিহাসিক উড়ান চালাতে ঐতিহাসিক সিদ্ধান্ত নিল অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। মন্ত্রী হরদীপ সিং পুরি জানিয়েছেন, মহিলা ককপিট ক্রু শনিবার উদ্বোধন করা সান ফ্রান্সিসকো-বেঙ্গালুরু বিমান পরিচালনা করবেন।

Advertisment

এয়ার ইন্ডিয়ার বিমানটি শনিবার উত্তর মেরু হয়ে উড়ে যাবে আটলান্টিক রুটে বেঙ্গালুরু পৌঁছানোর জন্য। বিমানের এক উচ্চপদস্ত আধিকারিক এমনটাই জানিয়েছেন। পুরি টুইটারে বলেন, "ক্যাপ্টেন জোয়া আগরওয়াল, ক্যাপ্টেন পাপাগরী থানমাই, ক্যাপ্টেন আকানশা সোনওয়ারে এবং ক্যাপ্টেন শিবানী মানহাস সমন্বিত সমস্ত মহিলা ককপিট ক্রু বেঙ্গালুরু এবং সান ফ্রান্সিসকোর মধ্যে ঐতিহাসিক উদ্বোধনী বিমান পরিচালনা করবেন।"

সান ফ্রান্সিসকো এবং বেঙ্গালুরু রুটের মধ্যে এই দূরত্ব বিশ্বের দীর্ঘতম রুটের মধ্যে একটি। মন্ত্রী এও বলেন যে এয়ার ইন্ডিয়ার মহিলা শক্তিরাই বিশ্বকে দেখাবে তাঁরা কী পারেন।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

flight
Advertisment