Advertisment

Gyanvapi case: এলাহাবাদ হাইকোর্টের বড় সিদ্ধান্ত, এএসআই সমীক্ষায় মিলল সবুজ সংকেত  

মসজিদ কমিটির আবেদন খারিজ করে দিয়েছে আদালত।

author-image
IE Bangla Web Desk
New Update
Gyanvapi Mosque

জ্ঞানবাপী নিয়ে এলাহাবাদ হাইকোর্টের বড় সিদ্ধান্ত, এএসআই সমীক্ষায় মিলল সবুজ সংকেত। জ্ঞানবাপী মামলায় এলাহাবাদ হাইকোর্ট আজ এক বড় রায় দিয়েছে। জ্ঞানবাপী ক্যাম্পাসে এএসআই সমীক্ষায় সবুজ সংকেত দিয়েছে হাইকোর্ট। এ ক্ষেত্রে মুসলিম পক্ষের আপিল আদালত খারিজ করে দিয়েছে।

Advertisment

হিন্দু ও মুসলিম উভয় পক্ষই হাইকোর্টের সিদ্ধান্তের অপেক্ষায় ছিল। এর আগে বারাণসীর জেলা আদালত জ্ঞানবাপী মসজিদে এএসআইকে সমীক্ষার নির্দেশ দিয়েছিলেন। জেলা আদালতের সিদ্ধান্ত বহাল রেখে সমীক্ষার আদেশ দিয়েছেন হাইকোর্ট। অর্থাৎ জ্ঞানবাপী মসজিদে এএসআই-এর বৈজ্ঞানিক সমীক্ষার ওপর থেকে নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হয়েছে।

জ্ঞানবাপী মসজিদে এএসআই সমীক্ষা মামলায় আজ বড় সিদ্ধান্ত দিল এলাহাবাদ হাইকোর্ট। তবে হাইকোর্টের এই সিদ্ধান্তে খুশি নন মুসলিম পক্ষ। জ্ঞানবাপী সমীক্ষা নিয়ে হাইকোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে মুসলিম পক্ষ সুপ্রিম কোর্টে আপিল করবে। এএসআই সমীক্ষার ভিত্তিতে এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি প্রীতঙ্কর দিবাকর এই রায় দেন। এর আগে ২১শে জুলাই বারাণসী আদালত ASI-এর সমীক্ষার নির্দেশ দিয়েছিল। কিন্তু ২৪ জুলাই সুপ্রিম কোর্ট সমীক্ষার ওপর স্থগিতাদেশ দেয়। এখন মসজিদ কমিটির আপিলের ওপর এলাহাবাদ হাইকোর্ট এই রায় দিয়েছে।

বারাণসীর জ্ঞানবাপী মসজিদে সমীক্ষা চালাতে পারবে এএসআই। সমীক্ষা নিয়ে মুসলিম পক্ষ একটি বড় ধাক্কা খেয়েছে এবং এলাহাবাদ হাইকোর্ট সমীক্ষার ওপর স্থগিতাদেশ দিতে অস্বীকার করেছে। এখন হাইকোর্টের এই রায় নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার পরিকল্পনা করছে মুসলিম পক্ষ।

এই রায় দেওয়ার সময় হাইকোর্টের প্রধান বিচারপতি প্রীতঙ্কর দিবাকরের একক বেঞ্চ মুসলিম পক্ষের আবেদন খারিজ করে অবিলম্বে এএসআইকে সমীক্ষা চালানোর নির্দেশ দেয়। মুসলিম পক্ষের তরফে বলা হয় সমীক্ষার কারণে মসজিদের কাঠামোর ক্ষতি হবে। যদিও এএসআই-এর তরফে এই বিষয়ে একটি হলফনামা দাখিল করা হয়। তাতে বলা হয় যে সমীক্ষা্র কারণে মসজিদের কোনও ক্ষতি হবে না, যার পরে এলাহাবাদ হাইকোর্ট এই রায় দেয়।

gyanvapi mosque
Advertisment