লখনউয়ের রাস্তা থেকে সিএএ বিরোধীদের পোস্টার সরিয়ে দেওয়ার নির্দেশ দিল এলাহাবাদ হাইকোর্ট। উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারকে এদিন এই নির্দেশ দেয় আদালত।
Advertisment
সিএএ বিরোধী আন্দোলনে সরকারি সম্পত্তি যাঁরা নষ্ট করেছে তাদের কাছেই ক্ষতিপূরণ আদায় করছে উত্তর প্রদেশ সরকার। তার জন্য অভিযুক্তদের নামে পোস্টার তৈরি করে লখনউয়ের রাস্তায় দিয়েছিল যোগী সরকার। তাই নিয়ে এলাহাবাদ হাইকোর্টে মামলা করা হয়। সেই মামলার জরুরি শুনানিতে এদিন এই নির্দেশ দেয় এলাহাবাদ হাইকোর্ট।
সিএএ বিরোধী আন্দোল ঘিরে হিংসা ছড়িয়েছিল উত্তরপ্রদেশে। ২০ জনেরও বেশি মানুষ সেই হিংসায় নিহত হন। হিংসায় অভিযুক্ত ও সরকারি সম্পত্তি ভাঙচুরকারীদের থেকে ক্ষতিপূরণ নেওয়ার কথা ঘোষণা করে বিজেপির রাজ্য সরকার। সেই ক্ষতিপূরণ আদায়ের লক্ষ্যেই গত বৃহস্পতিবার ৫৩ জন প্রতিবাদীর নাম, ঠিকানা-সহ লখনউয়ের রাস্তার পোস্টার দেয় উত্তরপ্রদেশ প্রশাসন।
যোগী সরকারের সেই পদক্ষেপের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা বলেন সিএএ প্রতিবাদীরা। সরকারের পদক্ষেপ 'ব্যক্তি স্বাধীনতা'য় হস্তক্ষেপ বলে দাবি প্রতিবাদীদের। রবিবারই স্বতঃপ্রণোদিত হয়ে মামলা শুরু করে এলাহাবাদ হাইকোর্ট। ছুটির দিন নির্দেশ স্থগিত রাখে হাইকোর্ট। তবে, পর্যবেক্ষণে আদালত বিষয়টিকে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ বলে জানিয়েছিল। সোমবার, যোগী সরকারকে লখনউয়ের রাস্তা থেকে সিএএ বিরোধীদের পোস্টার সরিয়ে দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ।