Advertisment

প্রাক্তন পুলিশকর্মীকে পিটিয়ে হত্যা এলাহাবাদে, ভাইরাল ভিডিও

এলাহাবাদের শিবকুঠী থানা এলাকায় প্রকাশ্যে ৭০ বছর বয়সী এক প্রাক্তন সাব ইন্সপেক্টরকে পিটিয়ে মারার অভিযোগ উঠল, এখনও পর্যন্ত গ্রেফতার এক।

author-image
IE Bangla Web Desk
New Update
Kangaroo Court

মোড়লের বিধানে পুড়িয়ে মারার চেষ্টা মালদায়। প্রতীকী ছবি।

সাইকেলে করে যাচ্ছিলেন। আচমকাই এক যুবক লাঠি দিয়ে শুরু করল বেধড়ক মারধর। লাঠির ঘা এড়ানোর সবরকম চেষ্টা করলেন। কিন্তু ততক্ষণে তাঁকে মারধর করার জন্য জড়ো হয়েছে আরও দুই যুবক। এরপর তিনজন মিলে বেধড়ক মার চালাল তাঁর উপর। সমস্ত কাণ্ডটাই ঘটেছে প্রকাশ্য দিবালোকে। মারধরের জেরে যে ব্যক্তির মৃত্যু হয়েছে তিনি প্রাক্তন পুলিশকর্মী।

Advertisment

সোমবার এলাহাবাদের শিবকুঠী থানা এলাকায় প্রকাশ্যে ৭০ বছর বয়সী এক প্রাক্তন সাব ইন্সপেক্টরকে তিন যুবক মারধর করে। মারধরের মুহূর্তে ক্যামেরাবন্দি হয়ে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্পত্তি নিয়ে বিবাদের জেরেই এমন কাণ্ড ঘটেছে। প্রকাশ্য দিবালোকে ওই বৃদ্ধকে মারধর করা হলেও, কোনও পথচারীই তাঁকে সাহায্যের জন্য এগিয়ে আসেননি। পরে ওই বৃদ্ধ আব্দুল সাদাম খানকে হাসপাতালে নিয়ে গেলে, সেখানে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়।

src="https://www.youtube.com/embed/ebYmM0pIZbw" width="100%" height="415" frameborder="0" allowfullscreen="allowfullscreen">

আরও পড়ুন: ‘চুরি হয়ে গেছে রাজকোষে’, নিজামের সংগ্রহশালা থেকে উধাও সোনার টিফিন বাক্স

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই তিন যুবকের বিরুদ্ধে ইতিমধ্যেই এফআইআর দায়ের করা হয়েছে। একইসঙ্গে খুনের অভিযোগে আরও সাতজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই এ ঘটনায় ইউসুফ নামের এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।

ঘটনা প্রসঙ্গে পুলিশ সুপার ব্রিজেশ কুমার শ্রীবাস্তব জানান, "একটি বাড়িকে ঘিরে বিবাদ চলছিল। আব্দুল সাইকেলে করে যাচ্ছিলেন সোমবার সকালে, তখনই মহম্মদ ইউসুফ, তার ভাই মহম্মদ সেবু ও ইবনে নামের এক আত্মীয় হামলা চালায়। গুরুতর জখম অবস্থায় আব্দুলকে উদ্ধার করে হাসপাতালে আনা হয়। পরে সন্ধেয় তাঁর মৃত্যু হয়।"

national news police
Advertisment