Advertisment

সুপ্রিম রক্তচক্ষু, তবুও দমবার পাত্র নন রামদেব! পালটা দাবিতে মুখর যোগগুরু

আদালত প্রতিটি পণ্যের ওপর ১ কোটি টাকা জরিমানা করা হতে পারে বলে জানিয়েছে।

IE Bangla Web Desk এবং Chinmoy Bhattacharjee
New Update
Patanjali Ayurved

পতঞ্জলি আয়ুর্বেদের সহ-প্রতিষ্ঠাতা যোগগুরু বাবা রামদেব। (এক্সপ্রেস আর্কাইভ)

সুপ্রিম কোর্ট পতঞ্জলি আয়ুর্বেদকে তার ওষুধের বিজ্ঞাপনে 'মিথ্যা' দাবি করার অভিযোগে সতর্ক করেছে। এর একদিন পরে, পতঞ্জলি আয়ুর্বেদের সহ-প্রতিষ্ঠাতা যোগগুরু বাবা রামদেব বুধবার তাঁর কোম্পানির পক্ষে সুর চড়িয়েছেন। তিনি অভিযোগ করেছেন যে ডাক্তারদের দল প্রচার চালাচ্ছেন আয়ুর্বেদের বিরুদ্ধে। হরিদ্বারে এক সাংবাদিক বৈঠকে রামদেব বলেন, 'সুপ্রিম কোর্ট বলেছে যে আপনি যদি মিথ্যা প্রচার করেন, তাহলে আপনাকে জরিমানা করা হবে। আমরা সুপ্রিম কোর্টকে সম্মান করি। কিন্তু, আমরা কোনও মিথ্যা প্রচার করছি না। কিছু ডাক্তার একটি দল তৈরি করেছেন যেগুলো যোগব্যায়াম, আয়ুর্বেদ ইত্যাদির বিরুদ্ধে ক্রমাগত অপপ্রচার চালাচ্ছে। আমরা যদি মিথ্যাবাদী হই, তাহলে আমাদের ১,০০০ কোটি টাকা জরিমানা করুন। আমরা মৃত্যুদণ্ডের জন্যও প্রস্তুত। কিন্তু আমরা যদি মিথ্যাবাদী না-হই, তাহলে যারা প্রকৃতই মিথ্যাচার করছে, তাদের শাস্তি দিন। গত ৫ বছর ধরে রামদেব ও পতঞ্জলিকে টার্গেট করে অপপ্রচার চলছে।'

Advertisment

মঙ্গলবার, শীর্ষ আদালত পতঞ্জলি আয়ুর্বেদকে আধুনিক ওষুধ ব্যবস্থার বিরুদ্ধে বিভ্রান্তিকর দাবি না-করতে বলেছে। একইসঙ্গে জানিয়েছে, আদালত প্রতিটি পণ্যের ওপর ১ কোটি টাকা জরিমানা আরোপের কথাও বিবেচনা করতে পারে, যদি একটি মিথ্যা দাবি করা হয় যে ওই ওষুধ একটি নির্দিষ্ট অসুস্থতা নিরাময় করতে পারে। পালটা রামদেব বলেন, 'টাকা সত্য এবং মিথ্যার সিদ্ধান্ত নিতে পারে না। তাদের (অ্যালোপ্যাথি) আরও হাসপাতাল থাকতে পারে, বহু ডাক্তার থাকতে পারে। তাদের কণ্ঠস্বর আরও বেশি শোনা যেতে পারে, কিন্তু আমাদের কাছে ঋষিদের জ্ঞানের উত্তরাধিকার রয়েছে, আমরাও গরিব নই।'

আরও পড়ুন- ১৯৬২-র ২১ নভেম্বর, ভারতের বিরুদ্ধে জয়ী হয়েও যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিয়েছিল চিন, কেন?

বিচারপতি আহসানউদ্দিন আমানুল্লাহ ও প্রশান্তকুমার মিশ্রের সমন্বয়ে গঠিত সুপ্রিম কোর্টের বেঞ্চ ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের (আইএমএ) আবেদনের শুনানির সময় মৌখিকভাবে পর্যবেক্ষণগুলো জানিয়েছে। শীর্ষ আদালত, ২০২২ সালের ২৩ আগস্টও, টিকা অভিযান এবং আধুনিক ওষুধের বিরুদ্ধে রামদেবের প্রচার চালানোর অভিযোগে আইএমএ-র আবেদনের ভিত্তিতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক, আয়ুশ মন্ত্রক এবং পতঞ্জলি আয়ুর্বেদ লিমিটেডকে নোটিশ দিয়েছিল।

ANI, PTI থেকে ইনপুট সহ

Baba Ramdev Allopathy Supreme Court of India Patanjali Ramdev Yoga Ayurveda yogaguru Ramdev product
Advertisment