দমকলের ডিজি হিসেবে দায়িত্ব নিতে অস্বীকার করলেন অলোক ভার্মা। দমকলের ডিজি হিসেবে দায়িত্বভার গ্রহণ না করা প্রসঙ্গে কর্মীবর্গ ও প্রশিক্ষক মন্ত্রকের সচিব চন্দ্রমৌলি সি ভার্মাকে চিঠিতে অলোক ভার্মা লিখেছেন, গতকাল তাঁকে যেভাবে সিবিআই অধিকর্তার পদ থেকে সরানো হয়েছে, তাতে দেশ সাক্ষী হবে যে, একটা প্রতিষ্ঠান হিসেবে সিবিআইয়ের সঙ্গে সরকারের আচরণ কেমন। চিঠিতে ভার্মা আরও উল্লেখ করেছেন, দমকলের ডিজি হিসেবে কাজ করার যে বয়:সীমা থাকা দরকার, তা তাঁর পেরিয়ে গিয়েছে। ২০১৭ সালের ৩১ জুলাই এই সময় পেরিয়েছেন তিনি। ফলে এখন নিজেকে ‘অবসরপ্রাপ্ত’ হিসেবে চিঠিতে উল্লেখ করেছেন ভার্মা।
উল্লেখ্য, গতকালই দ্বিতীয়বারের মতো সিবিআই অধিকর্তার পদ থেকে অপসারিত হন ভার্মা। তিন সদস্যের সিলেক্ট কমিটিতে ২-১ ভোটাভুটিতে ভার্মাকে সিবিআই ডিরেক্টর পদ থেকে অপসারণ করা হয়। এরপরই তাঁকে দমকলের ডিজি পদের দায়িত্ব দেওয়া হয়েছিল। আরও উল্লেখ্য, ক’দিন আগেই ভার্মাকে সিবিআইয়ের ডিরেক্টর পদ থেকে অপসারণের কেন্দ্রীয় সিদ্ধান্ত খারিজ করে দিয়েছিল সুপ্রিম কোর্ট।
আরও পড়ুন, মোদীর নেতৃত্বাধীন কমিটির হাতে ফের অপসারিত অলোক ভার্মা
অপসারণ প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেসকে ভার্মা বলেছেন, সিবিআই একটি গুরুত্বপূর্ণ তদন্তকারী সংস্থা, যা দুর্নীতির তদন্ত চালায়। তাই সিবিআইয়ের মতো প্রতিষ্ঠানের স্বাধীনতা রক্ষা করা ও বজায় রাখা খুব জরুরি। ভার্মা বলেছেন, "বাইরের কোনও প্রভাব ছাড়াই সিবিআইয়ের কাজ করা দরকার। এই প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা ও দায়বদ্ধতা বজায় রাখার আপ্রাণ চেষ্টা করেছি, যা ভঙ্গ করার চেষ্টা চালানো হচ্ছিল। ২০১৮ সালের ২৩ অক্টোবরের কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশন ও কেন্দ্রীয় সরকারের নির্দেশেই তা স্পষ্ট।"
অলোক ভার্মার সেই চিঠি। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।
ভার্মা আরও বলেছেন, “এটা খুবই দুঃখজনক যে, কোনও প্রমাণ ছাড়াই একজন শত্রুভাবাপন্ন ব্যক্তির মিথ্যা ও তুচ্ছ অভিযোগের ভিত্তিতে অপসারণ করা হয়েছে আমাকে।” প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা বজায় রাখার জন্য তিনি আগামী দিনেও অনড় থাকবেন বলে জানিয়েছেন ভার্মা।
Read the full story in English